বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ (West Bengal) জুড়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের সংখ্যা। বিশেষ করে এখনকার দিনে সরকারি চাকরি পাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার সমান! যোগ্যতা থাকলেও চাকরি না পেয়ে বাড়িতে বসে রয়েছেন অনেক শিক্ষিত ছেলেমেয়েরা। গোটা রাজ্যজুড়ে স্পষ্ট শিক্ষিত সমাজের এই বিড়ম্বনার ছবি। তবে এবার রাজ্যের ছেলেমেয়েদের চাকরির সুযোগ দিচ্ছে খোদ রাজ্য সরকার।
বাড়ি থেকে ডেকে চাকরি দিচ্ছে রাজ্য (West Bengal)!
চাকরি নিয়ে বঞ্চনার অভিযোগকে ভুল প্রমাণিত করতেই এবার এক বড়সড় উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। জানা যাচ্ছে এবার জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র উদ্যোগী হয়ে পর্যটন শিল্পে কাজের সুযোগ করে দিচ্ছে রাজ্যের (West Bengal) শিক্ষিত বেকার যুবক-যুবতীদের। তাও আবার বাড়িতে বসেই। এ যেন কার্যত ‘এক ঢিলে দুই পাখি মারা’। একদিকে, বেকার যুবক-যুবতীরা কাজ পাচ্ছেন। আর অন্যদিকে, হোটেল, হোমস্টে, রিসর্টের মালিকরাও কাজের জন্য লোক পাচ্ছেন হাতের কাছেই।
কলকাতা শহর থেকে দূরে ঝাড়গ্রামের ছেলেমেয়েদের অধিকাংশ ক্ষেত্রেই কাজের জন্য বাড়ি ছাড়তে হয়। তবে এবার সেই সমস্যা দূর করতেই এলাকার ছেলেমেয়েদের দেওয়া হচ্ছে চাকরির সুযোগ। গত মাসের শেষের দিকে ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে পর্যটন শিল্পে চাকরির জন্য ‘জব ড্রাইভ’-এর আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: ‘দিদিকে বলো’–তে ফোন করেই কেল্লাফতে! একসাথে ৭৩ পরিবার পেল আবাসের টাকা
জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসের ওই ‘জব ড্রাইভ’-এ প্রায় ৬৫ জন যুবক-যুবতীরা এসেছিলেন। বিভিন্ন হোটেল ও হোমস্টের মালিকরা সরাসারি তাঁদের ইন্টারভিউ নিয়েছিলেন তাঁদের। ইন্টারভিউ নেওয়া হয়েছিল ম্যানেজার, হাউসকিপিং, রাঁধুনি-সহ বিভিন্ন পদের জন্য। ইন্টারভিউ শেষে নিয়োগ করা হয় তাঁদের।
ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুনাভ দত্ত এপ্রসঙ্গে জানিয়েছিলেন, ‘গত ডিসেম্বর থেকে নানা জব ড্রাইভ হলেও জেলার ছেলে মেয়েরা জেলায় কাজের জন্য জব ড্রাইভ প্রথম হল। জেলার পর্যটন শিল্পে যুক্ত হবেন। একাধিক হোটেল, হোমস্টে ও রিসর্টের মালিকরা এসে বিভিন্ন পদে বাছাই করে নিয়েছেন। পর্যটন শিল্পের আরও প্রসার ঘটবে।’