বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ড (RG Kar Case) নিয়ে গত বছরের আগস্ট মাস থেকে উত্তাল রাজ্য। গত জানুয়ারি মাসে এই মামলায় সঞ্জয় রায়ের (Sanjay Roy) সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এদিকে তার আগেই এই মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। এবার সামনে আসছে নয়া আপডেট।
কলকাতা হাইকোর্টে যা হল… (RG Kar Case)
ইতিমধ্যেই আরজি কর ধর্ষণ খুন মামলার তদন্তভার বদলের আর্জি গ্রহণ করেছে উচ্চ আদালত। তিলোত্তমার মা-বাবার আইনজীবীর আবেদন গ্রহণ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা যাচ্ছে, এই মামলায় রিপোর্ট জমা করেছে রাজ্য। এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেই কারণে উচ্চ আদালতের কাছে সময় চেয়েছে আরজি করের নির্যাতিতার বাবা-মা। তাঁদের আইনজীবীর আবেদন গ্রহণ করেছে আদালত।
এই বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টে নির্দেশিকা হলে দরকারে উচ্চ আদালতে তা মেনশন করতে পারবেন তিলোত্তমার মা-বাবা। আগামী ৩ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুনঃ হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ সন্দীপরা! হঠাৎ কী হল? ঘুরে যাবে আরজি কর মামলার মোড়?
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। গত জানুয়ারি মাসে এই মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। অনেকে ভেবেছিলেন, তাঁকে হয়তো ফাঁসি দেওয়া হবে। তবে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দেন বিচারক।
এরপর সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। পরবর্তীতে ওই একই দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। তবে আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মা-বাবা স্পষ্ট জানান, তাঁরা সঞ্জয়ের ফাঁসি চান না। এরপরেই জানা গেল, আরজি কর মামলার তদন্তভার বদলের আর্জি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। এবার এই মামলা কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।