বাংলা হান্ট ডেস্কঃ হাতে মাত্র গোনা কয়েকদিন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক (Madhyamik Exam)। জোর কদমে চলছে পড়ুয়াদের শেষ মুহূর্তের প্রস্তুতি। তার উপর জীবনের প্রথম বড় পরীক্ষার চাপা টেনশন। এরই মাঝে অ্যাডমিট কার্ড বিভ্রাট। এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ৫০ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডই হাতে পায়নি। যার জেরে পরীক্ষা দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই নিয়েই এবার মামলা হাইকোর্টে (Calcutta High Court)।
অ্যাডমিট কার্ড বিভ্রাটে জল গড়াল হাইকোর্টে-Calcutta High Court
পরীক্ষার কিছুদিন আগেও অ্যাডমিট কার্ড (Admit Card) হাতে না আসায় চরম বিপাকে পড়েছে পড়ুয়ারা। মঙ্গলবার ডিরোজিও ভবনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী, অভিভাবকরা। এই ইসুতেই এবার আদালতের দারস্থ হল বহু ছাত্র-ছাত্রী। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চাওয়া হলে করার অনুমতি দিয়েছেন বিচারপতি বসু। আগামীকাল বৃহস্পতিবারই এই মামলার শুনানি। প্রসঙ্গত, অনলাইন বিভ্রাটের জেরে ফর্ম ফিলামে গন্ডগোল হয়। সবমিলিয়ে ৫০ জন মাধ্য়মিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড হাতে পাননি। এরপরই হতাশায় ভেঙে পড়ে ওই পরীক্ষার্থীরা।
আরও পড়ুন: বড়সড় পাল্টি! যোগেশচন্দ্র ল’ কলেজ মামলায় সাব্বিরের হয়েই আদালতে রাজ্য সরকার
মঙ্গলবার তারা ডিরোজিও ভবনের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। তবে লাভের লাভ কিছুই হয়নি। অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়, এখন আর কিছু করা সম্ভব নয়। এরপরই কোনো উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টের হাইকোর্টের দ্বারস্থ হন অভিভাবকরা। এবার আদালত কি রায় সেদিকেই তাকিয়ে সকলে।