জি-কে “নকল” করতে গিয়ে “ফ্লপ” স্টার জলসা! পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো দেখে কটাক্ষ দর্শকদের

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই সামনে এসেছিল জি বাংলার ‘সোনার সংসার ২০২৫’ এর প্রোমো। এবারের থিম, পারফরম্যান্স, অ্যাওয়ার্ড নিয়ে তারপর থেকেই আলোচনায় মুখর নেট পাড়া। এবার সেই আলোচনায় ভাগ বসাল স্টার জলসা (Star Jalsha)। মূলত এই দুই চ্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা সকলেই কমবেশি জানেন। ভক্তদের মধ্যেও চলে দড়ি টানাটানি। কিন্তু জলসার (Star Jalsha) পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো প্রকাশ পেতেই যেন খানিক তাল কাটল।

প্রকাশ্য এল স্টার জলসা (Star Jalsha) পরিবার অ্যাওয়ার্ড

স্টার জলসা (Star Jalsha) পরিবার অ্যাওয়ার্ড নিয়ে বরাবরই আগ্রহ থাকে দর্শকদের মধ্যে। প্রতিবার ভিন্ন ভিন্ন থিম নিয়ে আসে এই অ্যাওয়ার্ড শো। এবারের থিম ‘১২ মাসে ১৪ পার্বণ’। বেশ কিছু চমকে মোড়া ছিল প্রোমো। বিশেষ করে নজর কাড়লেন তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, এই দুই নায়ক নায়িকা জুটি বেঁধে আসছেন জলসার আসন্ন ধারাবাহিকে। এবার পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোতে তাতে শিলমোহর পড়ল।

Star jalsha parivaar award promo created controversy

প্রোমো নিয়ে বিতর্ক: শাড়িতে দেখা মিলল তৃণার। সঙ্গে বাজারের ব্যাগ আর বড়সড় একটি মাছ। ইন্দ্রজিতের বাইকে বসে এলেন তৃণা। গানের তালে নাচতেও দেখা গেল জুটিকে। তবে তৃণা এবং অপরাজিতাকে (কমলিনী) শাড়িতে দেখা গেলেও অন্য সব নায়িকারাই ছিলেন ওয়েস্টার্ন পোশাকে। তবে এবারের প্রোমো (Star Jalsha) নিয়ে বিতর্কের আঁচ লেগেছে নেট মাধ্যমে।

আরো পড়ুন : এবারের সিজনে যুগ্ম বিজেতা! কারা হলেন সেরার সেরা? সম্প্রচারের আগেই ফাঁস সারেগামাপা বিজয়ীদের নাম

কী বলছেন নেটিজেনরা: নেটিজেনদের একাংশের মোটেই পছন্দ হয়নি এই প্রোমো। নায়িকাদের পোশাক আশাক থেকে শুরু করে গান নিয়ে আপত্তি তুলেছেন অনেকে। বাংলার পার্বণ থিম, এদিকে গান, পোশাক যেন কোনো ডিস্কো পার্টির। একজন লিখেছেন, ‘এমন জঘন্য গান জলসার (Star Jalsha) ইতিহাসে এই প্রথম’।

আরো পড়ুন : পর্দায় চুটিয়ে প্রেম ‘রূপা’র, বাস্তবে মনের মানুষ কে সাইনার? মায়ের সামনে অকপট অভিষেক-কন্যা

শুধু তাই নয়। অনেকে কটাক্ষ করেছেন, জি বাংলাকে ‘নকল’ করতে গিয়েই এমন হাল হয়েছে স্টার জলসার (Star Jalsha)। জি সোনার সংসারের প্রোমোতে আগামী সিরিয়ালের নায়ক নায়িকাদের সামনে এনেছিল। পাশাপাশি প্রতিবার বাঙালি থিম রাখলেও এবারে জন্মদিন পার্টির থিম রেখেছে। একই রকম ভাবে স্টার জলসাও (Star Jalsha) আগামী মেগার নায়ক নায়িকাদের সামনে এনেছে এই প্রোমোতে। তবে গান, নাচ, পোশাকেই গড়বড় করে ফেলেছে বলে মত অনেকের। তবে নিন্দার পাশাপাশি প্রশংসাও পেয়েছে এই প্রোমো। উল্লেখ্য, আগামী ১৬ ই মার্চ সম্প্রচারিত হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর