বাংলা হান্ট ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আজ অর্থাৎ বুধবার ৪০ বছরে পা দিলেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি তাঁর সফল খেলোয়াড় জীবনে সর্বদা যে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান নিয়ে এগিয়ে গিয়েছেন ঠিক সেইভাবেই তাঁর জন্মদিনটি উদযাপন করছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা রোনাল্ডো বর্তমানে সৌদি আরবের আল নাসর ফুটবল ক্লাবের হয়ে খেলেন।
কি জানিয়েছেন রোনাল্ডো (Cristiano Ronaldo):
এদিকে, সমগ্র বিশ্বজুড়েই এই কিংবদন্তি ফুটবলারের (Cristiano Ronaldo) কোটি কোটি অনুরাগী রয়েছেন। এমতাবস্থায়, তাঁকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত করা হয়। তবে, এবার নিজের প্রসঙ্গে বিরাট প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং রোনাল্ডো।
একটি স্প্যানিশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি (Cristiano Ronaldo) বলেছেন, “আমি ফুটবলের ইতিহাসের সেরা গোলদাতা। যদিও আমি আমার বাম পা খুব একটা ব্যবহার করি না, তবুও বাঁ পা দিয়ে গোল করার জন্য আমি ইতিহাসের সেরা দশে আছি।”
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার ATM থেকে টাকা তুলতে গেলেই পকেটে পড়বে টান, বড় পদক্ষেপের পথে RBI
এর পাশাপাশি তিনি (Cristiano Ronaldo) দৃপ্তকণ্ঠে এটাও জানিয়েছেন যে, “এই পরিসংখ্যান দেখায় যে আমি এখনও পর্যন্ত সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়।” রোনাল্ডো বলেন, “আমি খেলাধূলায় আমার মস্তিষ্ক ভালোভাবে ব্যবহার করি। ভালো ফ্রি কিক নিই। দ্রুত দৌড়ই। আমি শক্তিশালী এবং ভাল লাফও দিতে পারি। তাই, আমি নিজের চেয়ে ভালো কাউকে দেখিনি।”
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিতের কেরিয়ারে ফুলস্টপ? কে হবেন অধিনায়ক? সামনে এল বড় আপডেট
জানিয়ে রাখি যে, পর্তুগালের এই তারকা ফুটবলার (Cristiano Ronaldo) আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ২১৭ টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১৩৫ টি গোল করেছেন। এটি একটি বিশ্ব রেকর্ড হিসেবে বিবেচিত হয়। এদিকে, রোনাল্ডো এর আগেও বহুবার বলেছেন যে, তিনি মনে করেন ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আবির্ভূত হবেন তিনি। যখনই তাঁকে তাঁর এবং লিওনেল মেসির মধ্যে কে সেরা এই নিয়ে জিজ্ঞাসা করা হয়, তখনই তিনি মেসিকে প্রশংসা করেছেন। যদিও, রোনাল্ডো নিজেকে ভালো বলার ক্ষেত্রেও পিছপা হননি।