বাংলাহান্ট ডেস্ক : দিন কয়েক আগেই পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের (India) পূর্ণাঙ্গ বাজেট। আর মোদী সরকারের তৃতীয় দফার এই বাজেটে একগুচ্ছ বড় চমক ছিল দেশবাসীর জন্য। বিশেষ করে মধ্যবিত্তদের জন্য কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার আরো এক বড় সুখবর পেল দেশবাসী। বিশ্ব দরবারে এক নজির গড়তে চলেছে ভারত (India)।
বিরাট আকর্ষণ গড়ে উঠছে ভারতের (India) এই শহরে
এতদিন বিশ্বের সবথেকে বড় নাগরদোলার অভিজ্ঞতা নিতে হলে যেতে হত সেই সুদূর লন্ডনে। খরচও পড়ত বেশ মোটা অঙ্কের টাকা। তবে এবার আর দেশের (India) বাইরে যেতে হবে না। বিশ্বের সর্ববৃহৎ নাগরদোলার আনন্দ পাওয়া যাবে ভারতেই। বিদেশ যাওয়ার প্রয়োজন আর পড়বে না। ভারতের (India) এই শহরেই এবার গড়ে উঠবে বিশেষ আকর্ষণ।
বিরাট অঙ্কের টাকা বরাদ্দ বাজেটে: মঙ্গলবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হতে চলেছে। জানা গিয়েছে, ৭৪ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বিএমসির তরফে। বেশ কয়েকটি কারণে এবারের বাজেট স্পেশ্যাল। কারণ অর্থের পরিমাণের দিক দিয়ে অন্যান্য বছরের তুলনায় রেকর্ড গড়েছে এবারের বাজেট। কমিশনার ভূষণ গগরানির তরফে জানানো হয়েছে, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এটাই সবথেকে বড় বাজেট। আর চলতি অর্থবছরের বাজেটে সবথেকে বড় আকর্ষণটাই হল ‘মুম্বই আই’।
আরো পড়ুন : জি-কে “নকল” করতে গিয়ে “ফ্লপ” স্টার জলসা! পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো দেখে কটাক্ষ দর্শকদের
কোথায় গড়ে উঠবে এই প্রকল্প: সুবিখ্যাত ‘লন্ডন আই’ এর অনুপ্রেরণায় এবার ভারতেই (India) তৈরি হতে চলেছে বিশালাকার নাগরদোলা যার নাম রাখা হয়েছে মুম্বই আই। বিএমসির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেল মেনে তৈরি হবে এই নাগরদোলা প্রকল্পটি। এও জানানো হয়েছে, এই সমগ্র প্রকল্পটির জন্য দুই-তিন একর জমি দরকার। তবে এটি কোথায় গড়ে উঠবে বা এর জন্য কত টাকাই বা বরাদ্দ হবে তা এখনো ঠিক করা হয়নি।
আরো পড়ুন : এবারের সিজনে যুগ্ম বিজেতা! কারা হলেন সেরার সেরা? সম্প্রচারের আগেই ফাঁস সারেগামাপা বিজয়ীদের নাম
সম্পূর্ণ প্রোজেক্টটি শীতাতপনিয়ন্ত্রিত এবং নিরাপত্তাজনিত কারণে পুরোটাই কাঁচে ঢাকা থাকবে বলে খবর। ডিএমপির তরফে জানানো হয়েছে, এই বাজেট মুম্বইয়ের (India) ভবিষ্যতের মাইলফলক। দেশের একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে গড়ে তোলা এবং মানুষের মনোরঞ্জনের জন্যই এই প্রোজেক্টের ভাবনা। উল্লেখ্য, ২০০৮ সালে শিবসেনা নেতা রবীন্দ্র ওয়াইকার প্রথম এই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা কার্যকর হয়নি। এরপর ২০২২ এ ফের মুম্বই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি এই মুম্বই আই নির্মাণের পরিকল্পনা করেছিল। বান্দ্রা রিক্ল্যামেশন প্রমনেডে এই প্রোজেক্ট তৈরির কথা ভাবা হলেও সে সময় বাসিন্দা বিরোধিতায় তা ভেস্তে গিয়েছিল।