শুরুর আগেই শিকেয় উঠল জি এর নতুন মেগা, যেকোনো সময় বন্ধ হতে পারে ৪ টি চলতি সিরিয়াল!

বাংলাহান্ট ডেস্ক : অচলাবস্থা অব্যাহত টেলিপাড়ায়। একের পর এক পরিচালক পড়ছেন বিপাকে। প্রথমে বড়পর্দার দুই পরিচালকের পর সমস্যায় পড়েছেন ছোটপর্দার নামী পরিচালক শ্রীজিৎ রায়। সরস্বতী পুজোর দিনই তাঁর নতুন সিরিয়ালের (Serial) শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। গত রবিবার সাময়িক ভাবে কাজ শুরু হলেও সোমবার থেকে ফের থমকে রয়েছে শুট। টেকনিশিয়ানদের আঘাত করার অভিযোগে নাকি ‘নিষিদ্ধ’ করা হয়েছে পরিচালককে।

বিপাকে জি বাংলার আসন্ন সিরিয়াল (Serial)

শুরু হওয়ার কথা ছিল শ্রীজিতের নতুন সিরিয়াল (Serial)। কিন্তু সমস্যার জেরে আপাতত বন্ধ সেট তৈরির কাজ। শোনা যাচ্ছে, জি বাংলায় শীঘ্রই আসতে চলেছে রুবেল দাস এবং নবাগতা মধুরিমা চক্রবর্তীর নতুন সিরিয়াল। সেই ধারাবাহিকের (Serial) উপরেই কোপ পড়েছে বলে খবর। বর্তমানে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে অভিনয় করছেন রুবেল। তবে চলতি মাসেই সিরিয়ালটি শেষ হয়ে যাবে বলে খবর। তারপরেই নতুন সিরিয়ালে (Serial) দেখা যাবে রুবেলকে। কিন্তু তার আগেই এই বিপত্তি।

Zee Bangla four serial may fall in danger

চার সিরিয়াল নিয়েও আশঙ্কা: অবশ্য শ্রীজিতের চার চারটি সিরিয়াল (Serial) এই মুহূর্তে সম্প্রচারিত হচ্ছে জি বাংলায়। চারটিই জনপ্রিয় এবং টিআরপি তালিকায় বেশ ভালো জায়গায় রয়েছে। ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘পরিণীতা’, ‘ফুলকি’র পাশাপাশি ‘নিম ফুলের মধু’ও শ্রীজিৎ এবং শৌভিক চক্রবর্তীর যৌথ প্রযোজনায় চলছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কার্যত চোরা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই সিরিয়ালগুলির (Serial) সেটে।

আরো পড়ুন : PoK-তে লস্কর-জৈশের সাথে গোপন বৈঠক! ভারতের দোরগোড়ায় পৌঁছে গেল ভয়ঙ্কর হামাস

কী বলছেন অভিনেতা অভিনেত্রীরা: কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের (Serial) শ্বেতা ভট্টাচার্য, অদিতি চট্টোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ীরা জানালেন, সকলেই ভয়ে আছেন। এই বুঝি তাঁদের সিরিয়ালের উপরেও কোপ পড়ল। নতুন সিরিয়ালের (Serial) শুটিং বন্ধ জেনে চমকে গিয়েছেন শ্বেতা। পর্দার শ্যামলীর কথায়, “আজ আমাদের ধারাবাহিকের শুটিং হচ্ছে। কাল বন্ধ হয়ে গেলে কী করব!”

আরো পড়ুন : ভুলে যাবেন বিদেশ! এবার ভারতেই তৈরি হচ্ছে বিশ্বের সেরা আকর্ষণ, বরাদ্দ হল কোটি কোটি টাকা

শোনা যাচ্ছে, কিছু কিছু সিরিয়ালে (Serial) অতিরিক্ত পর্বের শুটিংও সেরে রাখা হচ্ছে। আচমকা যদি কোনো সিরিয়ালের শুটিং সাময়িক ভাবে বন্ধ হয় তাহলে যাতে আতান্তরে না পড়তে হয়। তবে শ্রীজিৎ জানিয়েছেন, তাঁর চারটি সিরিয়ালের শুটিং নিয়মিতই চলছে। কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর