চিনের সামনেই ভারতের আগ্নেয়াস্ত্র মহড়া! ময়দানে খেল দেখাল ত্রিশক্তি কর্পস

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) সেনার ত্রিশক্তি কর্পস ‘লাইভ ফায়ারিং ডেমনস্টেশন’-র মহড়ার আয়োজন সিকিমে এলএসি বরাবর এলাকায়। আগ্নেয়াতের পশুরা সাজিয়ে রীতিমতো মহড়া চলল ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে। উপস্থিত ছিলেন সিকিম ও শিলিগুড়ি করিডর ইউনিট।

ভারতের (India) সেনার বাজিমাত

দেশের পূর্ব দিকে ভারত চিন সীমান্তের কাছাকাছি জায়গায় ভারতীয় সেনাবাহিনীর এই মহড়া সত্যিই তাৎপর্যপূর্ণ। ভারতীয় সেনাবাহিনীর এই মহড়া চলেছে পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চ সিস্টেম সহ একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে। দেশের মাটিতে তৈরি আগ্নেয়াস্ত্র পিনাকা ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী।

আরোও পড়ুন : ৩০-০ গোলে পরাজয়! এই টিমের কাছে শোচনীয় হার ভারতের

এর সিস্টেমে মাত্র ৪৪ সেকেন্ডে ১২ টি রকেট নিক্ষেপ করা সম্ভব। এর রেঞ্জ ৪০ থেকে ৭৫ কিমির মধ্যে। ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার এই প্রসঙ্গে জানান, “ত্রিশক্তি (৩৩) কর্পস সফলভাবে আগ্নেয়াস্ত্রের মহড়া করেছে, যেখানে যুদ্ধ প্রস্তুতি, দ্রুত মোতায়েন, হানার ক্ষমতাকে তুলে ধরা হয়েছে।” ৩৩ কর্পসের আন্ডারে ইউনিটের হেড কোয়ার্টার পশ্চিমবঙ্গের সুকনায়।

আরোও পড়ুন : শুরুর আগেই শিকেয় উঠল জি এর নতুন মেগা, যেকোনো সময় বন্ধ হতে পারে ৪ টি চলতি সিরিয়াল!

সিকিমের উচ্চ পার্বত্য উপত্যকায় প্রতিকূল পরিস্থিতির মধ্যে সমগ্র ইউনিট কঠিন থেকে কঠিনতম যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন। উত্তর সীমান্তে ভারতীয় সেনাবাহিনী  তাদের প্রস্তুতি জোরদার করছে। চিনের (China) সঙ্গে সীমান্ত চুক্তি থাকলেও, প্রতিরক্ষার বিষয়ে কোন খামতি রাখা যাবে না।

live firing demonstrate india china

তাই এই উদ্যোগ। উল্লেখ্য, সামরিক দিক থেকে শক্তি বৃদ্ধি করতে আধুনিকীকরণের পাশাপাশি স্বদেশীকরনের উপর ভরসা রেখে শক্তি বৃদ্ধি করে চলেছে ভারত। সেই জায়গা থেকে এই দিনে নিরবিচ্ছিন্নভাবে মহড়া, সামরিক দিক থেকে ভারতের (India) শক্তি প্রদর্শন করছে। উঁচু উপত্যকা এলাকায় ভারতীয় সেনাদের যুদ্ধ প্রস্তুতি কতদূর, সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে। ওদিকে সীমান্তের ওপারে স্ট্র্যাটেজিক্যাল অবস্থান শক্তিশালী করার চেষ্টায় রয়েছে চিন। ক্রমাগত নানান ধরনের নির্মাণ কাজ চলছে সেখানে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর