বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের গণপরিবহণের ক্ষেত্রে ভারতীয় রেল (Indian Railways) একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। শুধু তাই নয়, সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যাও। এমতাবস্থায়, যাত্রীদের সঠিকভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। তাই, আপনিও যদি নিয়মিতভাবে ট্রেনে যাতায়াত করেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে একটি বিরাট সুখবর।
বড় পদক্ষেপ রেলের (Indian Railways):
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় রেল (Indian Railways) এবার নতুন একটি সুপার অ্যাপ আনতে চলেছে। যেটির নাম হল SwaRail। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে খাবার অর্ডারসহ বিভিন্ন পরিষেবার জন্য যাত্রীদের ফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হলেও এখন এই সমস্যা দূর করছে সরকার। ভারতীয় রেলের এই সুপার অ্যাপটি তৈরি করেছে CRIS তথা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম।
SwaRail অ্যাপের বৈশিষ্ট্য: ভারতীয় রেলের (Indian Railways) এই সুপার অ্যাপ লঞ্চের মাধ্যমে যাত্রীদের বিভিন্ন পরিষেবার জন্য আর একাধিক অ্যাপ ব্যবহার করতে হবে না। এই সুপার অ্যাপটির সাহায্যে, আপনি ট্রেনের টিকিট বুকিং যেমন রিজার্ভেশন, আনরিজার্ভড টিকিট বুকিং, পার্সেল পরিষেবার তথ্য, প্ল্যাটফর্ম টিকিট, ট্রেন রানিং সিস্টেম, ট্রেনের শিডিউল, PNR স্ট্যাটাস, ট্রেনে খাবারের অর্ডার এবং অভিযোগ জানানোর মতো পরিষেবাগুলি এই একটি অ্যাপের মাধ্যমে পাবেন।
আরও পড়ুন: ৩০-০ গোলে পরাজয়! এই টিমের কাছে শোচনীয় হার ভারতের
কিভাবে SwaRail অ্যাপ ব্যবহার করবেন: জানিয়ে রাখি যে, এই অ্যাপটি বর্তমানে বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই এটি জনসাধারণের জন্য উপলব্ধ করা হবে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করা যাবে। অ্যাপটি ডাউনলোড করার পরে, আপনি একজন নিউ ইউজার অথবা Rail Connect বা UTS Mobile ব্যবহারকারী হলে সেই আইডি ডিটেলস দিয়েও এই অ্যাপে সাইন ইন করতে পারেন।
আরও পড়ুন: ফের প্রেমে পড়েছেন যুজবেন্দ্র চাহাল? ইনস্টাগ্রামে শেয়ার করলেন “বিশেষ” স্টোরি, হইচই অনুরাগীদের মধ্যে
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বিটা টেস্টিংয়ের জন্য স্লটগুলি পূর্ণ হয়েছে। তবে, এই অ্যাপের স্টেবল ভার্সন কবে চালু হবে সেই বিষয়ে বর্তমানে কোনও অফিসিয়াল তথ্য জানানো হয়নি রেলের (Indian Railways) তরফে। এই সুপার অ্যাপ আনার পেছনে সরকারের একটাই উদ্দেশ্য রয়েছে। তা হল একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের এবার এক অ্যাপ থেকে অন্য অ্যাপে ঘুরতে হবে না।