বাংলাহান্ট ডেস্ক : ক্যানসার কেড়ে নিয়েছিল পরিবারের ছোট মেয়েকে। তিন বছর আগে মারণ রোগে প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দু বার ক্যানসারকে মনের অসীম জোরে হারালেন রোগ পিছু ছাড়েনি তাঁর। আচমকাই তাঁর জীবনে ফিরে আসে ক্যানসার। দীর্ঘদিন হাসপাতালে লড়াই করার পর ব্রেন স্ট্রোকে প্রয়াত হন ঐন্দ্রিলা (Aindrila Sharma)। তিনি চলে গিয়েছেন। কিন্তু অভিশাপ ছাড়েনি তাঁর পরিবারকে।
ঐন্দ্রিলার (Aindrila Sharma) জন্মবার্ষিকীতেই এল খারাপ খবর
আজ ৫ ই ফেব্রুয়ারি ঐন্দ্রিলার (Aindrila Sharma) জন্মবার্ষিকী। আর এইদিনেই ফের একবার খারাপ খবর দিলেন অভিনেত্রীর দিদি ঐশ্বর্য। ঐন্দ্রিলা (Aindrila Sharma) ঐশ্বর্যর মা শিখা দেবীর শরীরে আবারো ফিরেছে ক্যানসার। এই নিয়ে চতুর্থবার। আর এবার নাকি আরো মারাত্মক ভাবে মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে।
কী জানালেন ঐশ্বর্য: এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারে ঐশ্বর্য জানান, মাস কয়েক আগে আবারো ক্যানসার ফিরে এসেছে শিখা দেবীর জীবনে। এবার আরো ভয়ঙ্কর ভাবে। তবে তাঁকে এখনো সেকথা জানানো হয়নি। কারণ ঐন্দ্রিলার (Aindrila Sharma) মৃত্যুর পর থেকেই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন শিখা দেবী। এর মাঝে ফের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে তিনি কেমন ভাবে রিয়্যাক্ট করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না ঐশ্বর্য। মাকে সুস্থ করে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য এখন।
আরো পড়ুন : পাল্টে যাবে বাংলার ভোল! রাজ্যে ৫ বছরে ১৫,০০০ কোটির বিনিয়োগ করতে প্রস্তুত এই গ্রুপ
আগেও আক্রান্ত হয়েছেন ক্যানসারে: প্রথম বার শিখা দেবীই আক্রান্ত হয়েছিলেন ক্যানসারে। সেটা ২০০৭ সাল। সুস্থ হয়ে ওঠার পর ফের ২০০৮ সালে ক্যানসারে আক্রান্ত হন তিনি। তারপর দীর্ঘ ১৪ বছর সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। কিন্তু মেয়ে ঐন্দ্রিলা (Aindrila Sharma) লড়েছেন রোগের সঙ্গে। ফের ২০২২ সালে ঐন্দ্রিলার মৃত্যুর কয়েক মাস আগে ক্যানসার ফিরে আসে শিখা দেবীর শরীরে।
আরো পড়ুন : শুরুর আগেই শিকেয় উঠল জি এর নতুন মেগা, যেকোনো সময় বন্ধ হতে পারে ৪ টি চলতি সিরিয়াল!
চিকিৎসায় সেরে উঠেছিলেন। কিন্তু ফের একই ঘটনার পুনরাবৃত্তি। পেটে প্রবল যন্ত্রণা নিয়ে বহরমপুরের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐন্দ্রিলার মা। তারপর রাজারহাটের এক হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। অস্ত্রোপচারের পর বায়োপসি রিপোর্টে জানা যায় ক্যানসারের উপস্থিতি। মারণ রোগকে হারিয়ে আবারো ফিরে আসুন শিখা দেবী, এটাই কামনা সকলের।