বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের আকর্ষণ করতে নানান রকম টুইস্ট নিয়ে আসে বিভিন্ন চ্যানেলের সিরিয়াল গুলি (Serial)। একগুচ্ছ ধারাবাহিকের মধ্যে প্রতিযোগিতা থাকে চূড়ান্ত পর্যায়ে। প্রতিদ্বন্দ্বী চ্যানেলের সিরিয়ালের (Serial) সঙ্গে তো বটেই, একই চ্যানেলের মধ্যেও চলে টক্কর। আর টিআরপির এই লড়াইয়ে জিততে এমন সব টুইস্ট আনা যথেষ্ট জরুরি।
সিরিয়ালের (Serial) প্রয়োজনে আনা হয় টুইস্ট
যেকোনো সিরিয়াল (Serial) শুরু হওয়ার পর থেকে একাধিক চরিত্রের আগমন ঘটে গল্পে। আবার গল্প এগোনোর সঙ্গে সঙ্গে চরিত্র গুলি হারিয়েও যায়। নায়ক নায়িকা ছাড়াও পার্শ্ব চরিত্রের কোনো কমতি নেই ধারাবাহিকে। কোনো কোনো চরিত্র দর্শকদের মনে বড় দাগ কেটে যায়। কিন্তু গল্পের প্রয়োজনে একসময় বিদায় জানাতেই হয় তাদের।
বহু বদল এসেছে গল্পে: এখন আবার বহু সিরিয়ালেই (Serial) দেখা যাচ্ছে লিপ। বিশেষত পুরনো ধারাবাহিক গুলি বেশ কয়েকবছর লিপ নিয়ে নতুন গল্প শুরু করছে। আর সেখানে ধরা দিচ্ছেন নতুন অভিনেতা অভিনেত্রী। বিদায় জানাতে হচ্ছে পুরনো দের। এই মুহূর্তে স্টার জলসায় সবথেকে পুরনো সিরিয়াল (Serial) নিঃসন্দেহে ‘অনুরাগের ছোঁয়া’। তিন বছর পারলেও দিব্যি ছুটছে এই ধারাবাহিক। তবে এর মধ্যে বহু বদল এসেছে গল্পে।
আরো পড়ুন : ঐন্দ্রিলার পরিবারে ফিরল “অভিশাপ”! বোনের জন্মবার্ষিকীতেই দুঃসংবাদ দিলেন দিদি ঐশ্বর্য
বাদ পড়লেন নায়ক: বেশ কয়েক বছর লাফ দিয়ে এগিয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়ার (Serial) ট্র্যাক। সোনা রূপা বড় হয়েছে। এসেছে নতুন মুখ। আবার কয়েকজন অভিনেতা অভিনেত্রী মাঝে এন্ট্রি নিলেও হারিয়ে গিয়েছেন তাঁরা। সম্প্রতি সোনা রূপার নায়ক হিসেবে আনা হয়েছিল যথাক্রমে সাগর সিনহা এবং ঋষভ চক্রবর্তীকে। কিন্তু বর্তমানে তাঁদেরও আর দেখা যাচ্ছে না।
আরো পড়ুন : পাল্টে যাবে বাংলার ভোল! রাজ্যে ৫ বছরে ১৫,০০০ কোটির বিনিয়োগ করতে প্রস্তুত এই গ্রুপ
শোনা যাচ্ছে, অনুরাগের ছোঁয়ার লেখক বদল হওয়ায় সিরিয়াল থেকে সম্ভবত বাদ পড়েছেন দুই নায়ক। এমনকি দর্শক মহলে এমনো গুঞ্জন শোনা যাচ্ছে, আবারো লিপ নিতে পারে সিরিয়াল। সেক্ষেত্রে ফের এন্ট্রি নেবেন নতুন নায়ক। যদিও সবটাই জল্পনার স্তরে রয়েছে। দর্শকদের একাংশের মতে, আর লিপ না নিয়ে বরং সিরিয়ালটি শেষ করলেই মঙ্গল।