বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার রাজ্যবাসী। মাঝে একধাক্কায় তাপমাত্রা কমলেও বুধবার ২ ডিগ্রি বেড়ে শীতের আমেজ কার্যত হাওয়া। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ফেব্রুয়ারীর মাঝামাঝিতে এবারের মত পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। তার আগে পারদ ওঠা-নামা চলবে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট। (West Bengal Weather Update)
আলিপুর জানিয়েছে, আজ থেকেই ঊর্ধ্বমুখী হবে পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তারপর উইকেন্ডে ফের সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। (South Bengal Weather)
এবারে শীতের পথে বাধা হয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে ৮ ফেব্রুয়ারি। এদিকে উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং রাজস্থানে রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। তবে আগামীকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে।
আরও পড়ুন:পর্ণার সঙ্গে “অবিচার”, পারফরম্যান্সের লিস্ট দেখেই শুরু বিতর্ক! কখন টেলিকাস্ট হবে ‘সোনার সংসার’?
বৃষ্টি না হলেও দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।
উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।