বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে এখনও চলছে আরজি কর কাণ্ডের বিচার মামলা। তাই ওই মামলার শুনানি এখন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হওয়া সম্ভব নয়। আরজি মামলায় সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। এবার তাদের সেই মামলা নিয়ে বড় নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সুপ্রিম কোর্টে যে আরজি কর মামলা বিচারাধীন ওই একই বিষয়ের শুনানি হাইকোর্টে হবে কি করে? সেই প্রশ্ন তুলে এবার এই আরজিকর মামলায় অভয়ার পরিবারের আবেদন নিয়মিত শুনানির তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম শুনানির পরেই নির্যাতিতার পরিবারকে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
বড় নির্দেশ দিয়ে দিল হাই কোর্ট (Calcutta High Court)
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তদন্তে অসন্তুষ্ট হয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। তাই সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি ঘোষের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন তাঁরা। বুধবার ওই আবেদনকে আপাতত ‘আউট অফ লিস্ট’ করে দিয়েছে আদালত ।
ইতিপূর্বে গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আবেদন করে অভয়ার বাবা-মা জানিয়েছিলেন, হাই কোর্টকে এই মামলা শোনার নির্দেশ দেওয়া হোক। যদিও তা এখনও বিচারাধীন। এরইমধ্যে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আবার হাই কোর্টের (Calcutta High Court) কাছে আবেদন করা হয়। তারপরই নিজের প্রাথমিক পর্যবেক্ষণ জানিয়েছেন হাই কোর্টের বিচারপতি। জাস্টিস ঘোষ এপ্রসঙ্গে বলেছেন, ‘যেখানে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন সেখানে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের কিছু করার নেই।’
শুক্রবার আদালতে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্যাতিতার পরিবারের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার পরে আবার তাদের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এসবের মধ্যে অভয়ার বাবা মা আগামী ৯ই ফেব্রুয়ারি একটি মিছিলের ডাক দিয়েছেন। ওই দিন তাঁদের মেয়ের জন্মদিন।
আরও পড়ুন: ৬টি ইকোনমিক ফ্রেইট করিডর! রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা মমতার
তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়ে কটাক্ষ করে বলেছেন, ‘অভয়া মিছিল বলতে যেটা দেখা যায় সে তো ২০-২৫ জন তৃণমূল বিরোধী ডাক্তার আর বেশ কিছু সিপিএম আর নকশালপন্থী। একদিকে বিজিবিএস থেকে প্রতিনিধিদের যাতায়াত, আরেক পাশে বইমেলা চলছে। এর মধ্যে যদি রোজ বিশৃঙ্খলা তৈরি করতে যান, তাহলে যেদিন পুলিশ মনে করবে অনুমতি দেবে, যেদিন মনে করবে না অনুমতি দেবে না। এর সঙ্গে দলাদলির কোনও সম্পর্ক নেই।’
ওইদিন কলেজ স্ক্যোয়ার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ পর্যন্ত মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মেয়ের ৩২ তম জন্মদিন উপলক্ষ্যে এই মিছিল প্রসঙ্গে অভয়ার মা বলেছেন, ‘ওইদিন আমরা ‘বিচার না পাওয়ার ছয়মাস’-এ প্রতিবাদে রাস্তায় থাকব। সকলকে রাস্তায় থাকার আহ্বান জানাচ্ছি। এই প্রথম বছর মেয়ে আমাদের কাছে নেই। আমরা চাইব ওইদিন সরকারি-বেসরকারি সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতালে প্রতিবাদের আলো জ্বলুক।’