প্রথমবার স্লট পেল মিত্তির বাড়ি! পরিণীতা, ফুলকিরা কত নম্বরে? রইল ওলটপালট TRP তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার মানেই সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের মন ধুকপুক করতে শুরু করে দেয়। কারণ এদিনই প্রকাশ্যে আসে সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকা। সাতদিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোন মেগা বাজিমাত করল তা জানা যায় এদিন। এই সপ্তাহের টিআরপি তালিকায় নজর ছিল অনেকের। স্টার জলসার (Star Jalsha) নতুন মেগা ‘চিরসখা’র নম্বর জানার জন্য মুখিয়ে ছিলেন বহু দর্শক।

প্রথমবার স্লট পেল মিত্তির বাড়ি! এই সপ্তাহে বেঙ্গল টপার কে (Bengali Serial)?

শুরু থেকেই চর্চার কেন্দ্রে রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘চিরসখা’। মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে অপরাজিতা-সুদীপকে। সোশ্যাল মিডিয়া খুললেই এই ধারাবাহিক (Serial) নিয়ে নানান চর্চা চোখে পড়ছে। তবে টিআরপি তালিকায় তেমন কামাল দেখাতে পারল না এই সিরিয়াল। ‘শুভ বিবাহ’র দীর্ঘদিনের জেতা স্লট হারিয়েছে অপরাজিতা-সুদীপের ধারাবাহিক। এই প্রথমবার স্লটলিডার হয়েছে আদৃত রায়ের ‘মিত্তির বাড়ি’ (Mittir Bari)।

এদিকে বিগত চার সপ্তাহ ধরে বেঙ্গল টপারের আসন ধরে রেখেছে জি বাংলার (Zee Bangla) ‘পরিণীতা’ (Parineeta)। উদয়-ঈশানীর ধারাবাহিকের প্রাপ্ত পয়েন্ট ৮.০। দুই নম্বরে রয়েছে স্টার জলসার ‘কথা’র (Kotha) নাম। এভির বিয়ের ট্র্যাক দেখিয়ে ফের একবার দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিরিয়াল। এই সপ্তাহে ‘কথা’র ঝুলিতে রয়েছে ৭.৪ রেটিং।

আরও পড়ুনঃ ‘জীবনে কাটমানি খাইনি’! তৃণমূলেরই এই ‘হেভিওয়েট’কে আক্রমণ অনুব্রতর! তোলপাড় বাংলা

তিন নম্বরে একসঙ্গে রয়েছে তিনটি সিরিয়াল (Bengali Serial)। জি বাংলার ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’র (Phulki) পাশাপাশি থার্ড হয়েছে জলসার ‘গীতা এলএলবি’। তিনজনই পেয়েছে ৭.২। অল্পের জন্য চতুর্থ হয়েছে শ্বেতা-রণজয়ের ‘কোন গোপনে মন ভেসেছে’। অন্যদিকে পঞ্চম স্থান দখল রয়েছে ‘রাঙামতী তীরন্দাজ’। এই দুই সিরিয়াল যথাক্রমে ৭.১ এবং ৭.০ রেটিং পেয়েছে।

এক নজরে টিআরপি তালিকার সেরা ১০

প্রথম- পরিণীতা (৮.০)

দ্বিতীয়- কথা (৭.৪)

তৃতীয়- জগদ্ধাত্রী/ ফুলকি/ গীতা এলএলবি (৭.২)

চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে (৭.১)

পঞ্চম- রাঙামতী তীরন্দাজ (৭.০)

ষষ্ঠ- উড়ান (৬.০)

সপ্তম- মিত্তির বাড়ি (৫.৯)

অষ্টম- আনন্দী (৫.৮)

নবম- অনুরাগের ছোঁয়া + রোশনাই (১৫ মিনিট) (৫.৩)

দশম- গৃহপ্রবেশ (৫.২)

Parineeta Jagaddhatri Phulki Geeta LLB Bengali serial Star Jalsha Zee Bangla TRP list

চলতি সপ্তাহের টিআরপি তালিকার অন্যতম বড় চমক আদৃত রায়ের ‘মিত্তির বাড়ি’র পারফরম্যান্স। শুরু হওয়ার পর এই প্রথম স্লট লিডার হল এই সিরিয়াল (Bengali Serial)। ‘শুভ বিবাহ’র কাছে দীর্ঘদিন স্লট হারালেও ‘চিরসখা’কে টেক্কা দিয়ে বাজিমাত করেছে আদৃতের মেগা। অপরাজিতা-সুদীপের সিরিয়াল ফের সেই স্লট ছিনিয়ে নিতে পারে কিনা সেটা সময়ই বলবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর