আচমকাই বন্ধের মুখে TRP টপার মেগা! মাথায় হাত দর্শকদের, মুখ খুললেন নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই একাধিক সিরিয়াল (Serial) বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে একাধিক চ্যানেলের। এর মধ্যে প্রথম সারির চ্যানেলেরও বেশ কিছু ধারাবাহিক রয়েছে। টিআরপির সামান্য হেরফেরেই আচমকা সিরিয়াল (Serial) নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন চ্যানেল নির্মাতারা। এমনকি টিআরপি টপার সিরিয়ালগুলিও ছাড় পাচ্ছে না।

বন্ধের মুখে টপার সিরিয়াল (Serial)

জি বাংলা, স্টার জলসা সহ একাধিক চ্যানেলের একগুচ্ছ সিরিয়াল (Serial) শেষ হতে বসেছে বছরের শুরুতেই জি বাংলার বেশ কয়েকটি সিরিয়াল (Serial) শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তার বদলে শুরুর অপেক্ষায় আরো বেশ কিছু নতুন ধারাবাহিক (Serial)। এর মধ্যে ‘নিম ফুলের মধু’র শেষ হওয়ার খবরে বিমর্ষ সকলেই। দীর্ঘদিন ধরে সম্প্রচারিত হওয়ার পর আচমকা ধারাবাহিক বন্ধ হওয়ার খবরে ভেঙে পড়েছেন দর্শকদের একাংশ।

Actress opened up about this serial ending

সত্যিই বন্ধ হচ্ছে ধারাবাহিক: বিশেষ করে নায়ক সৃজন ওরফে রুবেল দাসের বাস্তবে বিয়ের পরেই এমন খবর আসায় বিস্মিত অনেকেই। এবার সিরিয়াল (Serial) শেষের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সৃজন পর্ণার ‘জেঠি’ তনুশ্রী গোস্বামী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিম ফুলের সেটে সরস্বতী পুজোর ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানেই কয়েকজন প্রশ্ন করেন সিরিয়াল (Serial) শেষের গুঞ্জনের সত্যতা নিয়ে।

আরো পড়ুন : পর্ণার সঙ্গে “অবিচার”, পারফরম্যান্সের লিস্ট দেখেই শুরু বিতর্ক! কখন টেলিকাস্ট হবে ‘সোনার সংসার’?

কী বললেন অভিনেত্রী: কমেন্ট বক্সে উত্তরে তনুশ্রী লেখেন, ‘শুরু হলে শেষ তো হবেই, তবে সেটা কবে আমরাও জানি না’। আরেকজন প্রশ্ন করেন, রুবেলের নতুন কাজের জন্য নাকি নিম ফুলের মধু শেষ হয়ে যাবে। এটা কি সত্যি? তনুশ্রী উত্তর দেন, ‘এখনো কোনো কিছু ফাইনালি জানি না’।

আরো পড়ুন : বদলের বাংলাদেশে নয়া চমক! এবার নতুন রাজনৈতিক দল গড়ার পথে পড়ুয়ারা

প্রসঙ্গত, একটা সময় দীর্ঘদিন বাংলা সেরা থেকেছে নিম ফুলের মধু। টানটান গল্পের জোরে প্রতিদ্বন্দ্বীদের ধারেকাছে ঘেঁষতে দিত না সৃজন পর্ণা। বরাবর টপ ৫ এই থেকেছে এই সিরিয়াল। কিন্তু অদ্ভূত ভাবে ‘পরিণীতা’কে জায়গা দিতে টিআরপি ভালো থাকা সত্ত্বেও সরতে হয় নিম ফুলের মধুকে। আর তারপর থেকেই টিআরপির পতন শুরু। গল্পে বদল এনেও লাভ হয়নি। শেষমেষ এই সিরিয়ালের কপালে কী আছে সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর