আগামী ১ এপ্রিল থেকে..! এবার বিরাট লাভ হবে রাজ্য সরকারি কর্মীদের? সামনে হিসেব

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, যদি ধরি ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক স্যালারি হল ৬০,০০০ টাকা তার প্রাপ্ত ডিএ ৩০ শতাংশ (৩০,০০০ টাকা) ছিল। বাড়িভাতা হল ১৬,২০০ টাকা (২৭ শতাংশ)। ট্রাভেল/পরিবহণ ভাতা হল ৪,৮০০ টাকা। মোট বেতন গিয়ে দাঁড়াচ্ছে ১,১১,০০০ টাকায়।

লাভ হবে রাজ্য সরকারি কর্মীদের? Government Employees

তিনি বলেন এই ১,১১,০০০ টাকার সঙ্গে করযোগ্য বার্ষিক আয় হল ১৩,৩২,০০০ টাকা। একইসাথে আয়ের সঙ্গে আয়কের আওতায় বাইরে থাকা বিভিন্ন ভাতাও যুক্ত হয়ে থাকে। হিসেব কষে মলয়বাবু বলেন, ২০২৪ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীর মাসিক বেসিক স্যালারি হল ৬০,০০০ টাকা। ১০ শতাংশ ডিএ হিসেবে মাসিক ডিএ দিয়ে হল ৬,০০০ টাকা। ১২ শতাংশ হিসেবে মাসিক বাড়িভাড়া অর্থাৎ রেন্ট ভাতা হল ৭,২০০ টাকা। মোট বেতন হল ৭৩,২০০ টাকা। যা এক বছরে ৮,৭৮,৪০০ টাকা।

সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে নয়া আয়কর কাঠামোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সেই প্রসঙ্গ তুলে মলয়বাবু বলেন, নয়া আয়কর কাঠামোর হিসাব অনুযায়ী, ৬০,০০০ টাকা বেসিক স্যালারি প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী গত বছর জানুয়ারি থেকেই বার্ষিক ১২ লাখ টাকা আয়ের গণ্ডি পেরিয়ে গিয়েছেন। কিন্তু এ রাজ্যের সরকারি কর্মচারীরা সেই গণ্ডি থেকে অনেকটা দূরে।

allowance hike

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় বড় খেল! লেপ-কম্বল রেডি রাখুন, দক্ষিণবঙ্গে ১০ ডিগ্রিতে নামবে তাপমাত্রা: আগাম আপডেট

তিনি বলেন, এখন যে আয়কর কাঠামো রয়েছে, তার আওতায় ১,২৮,০০০ টাকা উপরে কর দিতে হচ্ছে ৷ নয়া ব্যবস্থা অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে তিনি আর করের আওতায় থাকবেন না। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Government Employees) সপ্তম পে কমিশনের আওতায় ৫৩ % হারে ডিএ পাচ্ছেন। আর এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে ডিএ (DA) পাচ্ছেন। ফলত স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে তাদের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর