বাংলা হান্ট ডেস্ক: ভারত (India National Cricket Team) এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের T20 সিরিজ শেষ হওয়ার পর, এখন দুই দলের মধ্যে ৩ ম্যাচের ODI সিরিজ খেলা হচ্ছে। যার প্রথম ম্যাচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সম্পন্ন হচ্ছে। এই ম্যাচে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে জায়গা পাননি। এমতাবস্থায়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই বিষয়টি নতুন করে চিন্তার উদ্রেক ঘটিয়েছে।
বড়সড় চিন্তার সম্মুখীন টিম ইন্ডিয়া (India National Cricket Team):
প্রসঙ্গত উল্লেখ্য যে, দীর্ঘদিন পর এই ফরম্যাটে খেলতে মাঠে নামছে ভারতীয় দল (India National Cricket Team)। এমন পরিস্থিতিতে কোহলির খেলা দেখার জন্য প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। যদিও, সেই অপেক্ষায় এবার আরও দীর্ঘ হল। এদিকে, ম্যাচ শুরুর আগে টসের সময়ে বিরাটের না খেলার কারণও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
& !
ODI debuts ✅ ✅ as they receive their ODI caps from captain Rohit Sharma & Mohd. Shami respectively!
Follow The Match ▶️ https://t.co/lWBc7oPRcd#TeamIndia |… pic.twitter.com/b2cT8rz5bO
— BCCI (@BCCI) February 6, 2025
হাঁটুর সমস্যার কারণে এই ম্যাচে খেলছেন না কোহলি: জানিয়ে রাখি যে, ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার ভারতের (India National Cricket Team) বিরুদ্ধে সিরিজের প্রথম ODI-তে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, বাটলার এই ম্যাচের ঠিক একদিন আগে দলের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছিলেন। তবে, ভারতীয় দলের প্লেয়িং ইলেভেন সম্পর্কে আজকেই জানা গিয়েছে। যেখানে যশস্বী জয়সওয়াল এবং হর্ষিত রানা অভিষেকের সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন: প্রতিবন্ধী মহিলাদের পাল্টে যাবে জীবন! বিরাট সিদ্ধান্ত নিলেন আদানি-পুত্র জিৎ, ধন্য ধন্য করছে গোটা দেশ
এদিকে, এই ম্যাচে বিরাট কোহলির না খেলার কারণ জানিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন যে, “কোহলি এই ম্যাচে খেলছেন না, কারণ গতরাতে তাঁর হাঁটুতে সমস্যা হয়েছিল এবং আমরা এখনই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। যার কারণে আমরা তাঁকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করিনি।”
আরও পড়ুন: কোটি কোটি যাত্রীদের জন্য বিরাট উপহার রেলের! এই একটি অ্যাপেই হবে সব সমস্যার সমাধান
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়ছে টিম ইন্ডিয়ার চিন্তা: উল্লেখ্য যে, ভারতীয় দলকে (India National Cricket Team) এই ৩ ম্যাচের ODI সিরিজের পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে হবে। যার আগে কোহলির হাঁটুর সমস্যা অবশ্যই পুরো দলের চিন্তা বাড়িয়েছে। এই সিরিজের বাকি ২ ম্যাচে কোহলি খেলতে মাঠে নামেন কি না, সেদিকেই এখন সবার নজর রয়েছে। জানিয়ে রাখি যে, আজকের ম্যাচে ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে দীর্ঘদিন পরে মহম্মদ শামির প্রত্যাবর্তন ঘটেছে। এর পাশাপাশি হার্দিক পাণ্ডিয়াও খেলছেন।