উদয়ন বিশ্বাস, বাংলা হান্ট ডেস্ক: গতকালই বিধাননগর পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত। এরপরই জল্পনা শুরু হয়েছে তাহলে পরবর্তী মেয়র কে মূলত দুটি নাম উঠে আসছিল। একটি কৃষ্ণা চক্রবর্তী, আরেকটি তাপস চ্যাটার্জি। কৃষ্ণা চক্রবর্তী অত্যন্ত মমতা এবং মমতার পুরনো দিনের সহকর্মী। সেই পরিপ্রেক্ষিতে তাকে মেয়র করা হতে পারে বলে মনে করা হচ্ছিল।
এদিকে অভিষেক ঘনিষ্ঠ তাপস চ্যাটার্জি মেয়র হতে পারে বলে মনে করা হচ্ছিল কিন্তু তাপস চ্যাটার্জি যেহেতু সিপিএমের একটা সময় পৌরপ্রধান ছিলেন। সেই সময় তৃণমূলের একাধিক কর্মীর সাথে তিনি দুর্ব্যবহার করেছে, এরপর তৃণমূলে যোগদান করেন এবং ডেপুটি মেয়র হয়েছেন তাই তাতে মেয়র চাইছে না অনেকে।
এই দুটি নামের মাঝখান থেকে আজ হঠাৎ একটি নাম উঠে এল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তৃণমূলের অত্যন্ত দাপুটে নেতা সুজিত বসু আজ বিধাননগর পরিচয় পত্র চেয়ে আবেদন করেছেন, যদি পরিচয় পত্র এবং বিধান নগরের বাসিন্দা হয় তাহলে ভোটের মাধ্যেম দিয়ে তাকে মেয়র হতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও এ ব্যাপারে সুজিত বসু কিছু মন্তব্য করতে চাননি। এখন দেখার বিষয় তাহলে আগামী দিন বিধাননগর মেয়রের আসুনে কে বসেন।
এদিকে তৃণমূলের একাংশ চাইছেন সুজিত বসু নেওয়ার হোক তাহলে বিধান নগর এর সার্বিক উন্নয়ন হবে কিন্তু বরাবরই বিধান নগর সুজিত বোস কে হারিয়েছে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সটলেক থেকে সুজিত বসু বিপুল ভোটে হেরে গেছেন এবং লোকসভা নির্বাচনেও বেশ কিছুটা ভোট পেয়েছে ফলে বিধান নগর বাসির হিসেবে তিনি মানুষের মন জয় করতে পারে কিনা এখন সেই দিকেই তাকিয়ে থাকতে হবে