বাংলা হান্ট ডেস্কঃ আগেই জমা পড়েছিল প্রস্তাব। অবশেষে তা মেনে নিল পশ্চিমবঙ্গ সরকার (Governemnt of West Bengal)। পুলিশে ১২টি নতুন পদ তৈরির বিষয়ে পাওয়া গেল ছাড়পত্র। বেশ কিছু সময় ধরেই পুলিশ বিভাগকে মজবুত করার বার্তা দিচ্ছে রাজ্য। অবশেষে নেওয়া হল বড় সিদ্ধান্ত।
রাজ্য সরকারের (Government of West Bengal) বার্তার পরেই বড় সিদ্ধান্ত!
সাম্প্রতিক অতীতে প্রশাসনিক মূল্যায়ন বৈঠকে পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এরপরেই কলকাতা পুলিশে ১২টি নতুন উচ্চ পদ তৈরির বিষয়ে রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে সায় দেওয়া হল। গত মঙ্গলবার এই ছাড়পত্র প্রদান করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে।
প্রশাসনিক সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, এদিনের বৈঠকে কলকাতা পুলিশে ১২টি উপ-নগরপাল পদ তৈরির বিষয়ে শিলমোহর দেওয়া হয়েছে। এর মধ্যে কেবলমাত্র তদন্তের কাজ দেখবেন ৫ জন উপ-নগরপাল। আরজি কর কাণ্ডের পর পুলিশি তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠেছিল। এরপরেই প্রশাসনের অন্দরে পুলিশি তদন্ত আরও বেশি মজবুত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। বিশ্লেষকদের একাংশের মতে, ওই ঘটনার সঙ্গে এক ডজন নতুন উচ্চ পদ তৈরির সিদ্ধান্ত সম্পর্কযুক্ত।
আরও পড়ুনঃ ‘দায় এড়াতে পারে না রাজ্য’! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
তাঁদের দাবি, যে কোনও অপরাধের প্রকৃত দোষীর শাস্তি পাওয়ার বিষয়টি তদন্তের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে তা শেষ হওয়া অবধি সম্পূর্ণ প্রক্রিয়ার ওপর নির্ভর করে। আদালতে যদি পোক্ত তথ্য প্রমাণ না দেওয়া হয়, তাহলে সেটা সম্ভব হয় না। এই আবহে এবার পুলিশি তদন্ত আরও মজবুত করতে নবান্ন (Nabanna) এই পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, এই নতুন ১২টি নগরপালের পদ আইপিএসদের জন্য নথিবদ্ধ থাকবে না। বরং সহকারী নগরপালেরা প্রোমোশন পেয়ে এই দায়িত্ব গ্রহণ করবেন। পুলিশের সর্বোচ্চ মহল থেকেই এই পদ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে খবর। রাজ্য সরকার (Government of West Bengal) সেই প্রস্তাব মেনে নিল। সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।