বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংসে উস্কানি দিয়েছে পাকিস্তান? আসল সত্যি “ফাঁস” হতেই তোলপাড় শুরু বাংলাদেশে

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ সালটা বাংলাদেশের (Bangladesh) কাছে ছিল চূড়ান্ত অস্থিরতার সময়। কোটা বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-গণ বিক্ষোভ। রক্তক্ষয়ী সংগ্রামের পর তদারকি সরকার গঠিত হলেও ‘নতুন’ বাংলাদেশে (Bangladesh) স্থিতিশীল অবস্থা ফেরেনি। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সংখ্যালঘুদের উপরে নির্যাতনের অভিযোগ, আওয়ামী লীগ সমর্থক এবং মুক্তিযোদ্ধাদের উপরেও হেনস্থা, নির্যাতনের অভিযোগ উঠেছিল।

ফের অশান্তির আগুন বাংলাদেশে (Bangladesh)

হাসিনা সরকারের পতনের পর ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের চিহ্ন দেশ থেকে ‘মুছে’ দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছিল। বঙ্গবন্ধুর মূর্তিতে ভাঙচুর, ‘জয় বাংলা’ স্লোগান বাতিল করার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে (Bangladesh)। মাঝে সাময়িক ভাবে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন করে ফের অশান্তির আঁচ লেগেছে বাংলাদেশে।

Bangabandhu house burnt down in Bangladesh

আগুনে পুড়ল বঙ্গবন্ধুর বাড়ি: বঙ্গবন্ধুর শেষ চিহ্ন টুকুও মুছে ফেলতে এবার তৎপর হয়ে উঠল মৌলবাদীদের একাংশ। গতকাল বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে একদল মৌলবাদীদের বিরুদ্ধে। বাড়িটি ভেঙে গুড়িয়ে দিতে প্রথমে বুলডোজার চালানো হয়। তারপর ধরিয়ে দেওয়া হয় আগুন। ওই কাণ্ড ঘটানোর সময়ে হামলাকারীদের মুখে ‘নারা-এ-তকবীর’ এর স্লোগানও শোনা গিয়েছিল বলে খবর স্থানীয় সূত্রে।

আরো পড়ুন : বয়সে ২১ বছরের বড়, ডিভোর্সি, বউয়ের বিরুদ্ধে মারধোরের অভিযোগ! সুদীপার স্বামী অগ্নিদেবের প্রথম স্ত্রীকে চেনেন?

ফের কেন উত্তেজনা: সূত্রের খবর বলছে, নতুন করে অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ (Bangladesh)। কারণ শুধু বঙ্গবন্ধুর বাড়িতে নয়, আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে গতকাল থেকে। কিন্তু এর কারণ কী? ওয়াকিবহাল মহলের খবর, দেশ বিদেশে থাকা আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে গোপনে ভার্চুয়াল বৈঠক চালাচ্ছেন শেখ হাসিনা। চলতি মাসে বাংলাদেশে (Bangladesh) কয়েকটি কর্মসূচিও রয়েছে আওয়ামী লীগের। ফের মাথা তুলে দাঁড়ানোর আগেই দলকে রুখতেই নাকি এমন তাণ্ডব লীলা চালানো হয়েছে বলে অভিযোগ।

আরো পড়ুন : TRP কমতেই এক ধাক্কায় রাতের স্লট, এই সিরিয়াল নিয়ে বিরাট সিদ্ধান্ত চ্যানেলের!

টিভি নাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে আওয়ামী লীগের মূল ছাত্র সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশে একটি ‘উগ্র মৌলবাদী সরকার’ গঠিত হয়েছে, যারা জনগণের কথা ভাবে না। কারণ তারা জনগণের রায়ে ক্ষমতায় বসেনি, বসেছে মৌলবাদী অভ্যুত্থানের মাধ্যমে। তিনি আরো অভিযোগ করেছেন, বাংলাদেশকে পাকিস্তানি ভাবাদর্শে চালাতে চায় এরা। আর বঙ্গবন্ধুর স্মৃতি থাকতে সেটা সম্ভবপর নয়। তাই বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দিতে এই ধ্বংসলীলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর