সব পরীক্ষাকেন্দ্রেই…! মাধ্যমিক শুরুর আগে বড় খবর! বিরাট সিদ্ধান্ত নিয়ে নিল পর্ষদ

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। প্রায় সকল পরীক্ষার্থীই এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে ত্রুটিহীনভাবে পরীক্ষা আয়োজন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এবারের মাধ্যমিকে প্রশ্নপাচার রুখতে যেমন বিরাট সিদ্ধান্ত নেওয়া হল।

মাধ্যমিক (Madhyamik Exam) শুরুর আগেই বড় খবর!

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025)। প্রশ্নপত্র পাচার রুখতে এবার সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও মালদা জেলা থেকে প্রশ্নপত্র পাচার কিছুতেই আটকানো যাচ্ছে না! সেই কারণে এবার এই জেলার পরীক্ষাকেন্দ্রগুলি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

মাধ্যমিক (Madhyamik Exam) পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পাচার আটকাতে এবার একদিকে যেমন প্রযুক্তির ব্যবহার করা হবে, তেমনই নজরদারির জন্য নিয়োগ করা হবে বাড়তি শিক্ষক এবং আধিকারিকদের। এতকিছুর পরেও কোনও পরীক্ষার্থী যদি অনিয়ম করে, তাহলে সরাসরি তার পরীক্ষা বাতিল করে দিতে পারে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘কবরে পাঠাতে চাই না’! বিরাট পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের! স্বস্তিতে সন্দীপরা

জানা যাচ্ছে, সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে কেবলমাত্র মালদা জেলার ১৯টি ভেন্যু এবং তার আওতায় থাকা শতাধিক পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত নজরদারি চালানোর জন্য বাড়তি ৩৬ জন অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজারকে (Additional Venue Supervisor) নিযুক্ত করা হচ্ছে। জেলার সকল পরীক্ষাকেন্দ্রে নজরদারি চালানোই হবে তাঁদের কাজ।

WBBSE new initiative for Madhyamik Exam 2025

রিপোর্ট বলছে, পর্ষদের তরফ থেকে মালদা জেলার জন্য যে বাড়তি ৩৬ জন অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার নিযুক্ত করা হচ্ছে তাঁরা মূল ভেন্যুর পাশাপাশি অন্যান্য পরীক্ষাকেন্দ্রগুলিতেও ঘুরে ঘুরে নজরদারি চালাবেন। তাঁদের কাজ হবে- ১) পর্ষদের এলিগজ্যাম অ্যাপের মাধ্যমে সকল পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ঠিক ভাবে সচল আছে কিনা দেখা, ২) সকল পরীক্ষাকেন্দ্রে ঢোকার পর পরীক্ষার্থীদের তল্লাশি হচ্ছে কিনা। তাঁদের কাছে স্মার্টফোন অথবা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট আছে কিনা দেখা, ৩) প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ের মধ্যে প্রশ্নপত্র পৌঁছচ্ছে কিনা সেদিকে নজর রাখা, ৪) সকল পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ের মধ্যে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হচ্ছে কিনা ও পরীক্ষার্থীদের মধ্যে তা ঠিকভাবে বিলি করা হচ্ছে কিনা দেখা, ৫) পরীক্ষার পর পরীক্ষার্থীদের উত্তরপত্র সংগ্রহ ও সেগুলি প্যাকেটবন্দি করা হচ্ছে কিনা দেখা প্রভৃতি।

জানা যাচ্ছে, বিশেষ কোনও দরকার অথবা পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজাররা পর্ষদের এলিগজ্যাম অ্যাপের মাধ্যমে ভয়েস কল অথবা ভিডিও কল করে পর্ষদ কর্তাদের সঙ্গে কথা বলতে পারবেন (Madhyamik Exam)। যদি কোনও অনিয়ম চোখে পড়ে, তাহলে সল্টলেকের নিবেদিতা ভবনে রিপোর্ট জানাতে পারবেন তাঁরা। সেক্ষেত্রে সর্বোচ্চ স্তর থেকে পদক্ষেপ নেওয়া হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর