সঞ্জয় রায়ের কি ফাঁসি হবে? এবার রায় ঘোষণা করতে চলেছে হাইকোর্ট! কবে সেই তারিখ?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। গত জানুয়ারি মাসে তাঁর সাজা ঘোষণা করেছেন বিচারক অনির্বাণ দাস। অনেকেই ভেবেছিলেন, কলকাতা পুলিশের এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারকে হয়তো ফাঁসি দেওয়া হবে। তবে তেমনটা হয়নি। সঞ্জয়কে (Sanjay Roy) আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দেন বিচারক। এরপরেই আরজি কর দোষীর ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় রাজ্য। এবার তাতেই রায় ঘোষণা করতে চলেছে আদালত।

কবে রায় দেবে কলকাতা হাইকোর্ট (RG Kar Case)?

শিয়ালদহ আদালতের তরফ থেকে সঞ্জয়ের সাজা ঘোষণার পরেই তাঁর ফাঁসি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সিবিআইয়ের তরফ থেকে তখন রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তোলা হয়। নির্যাতিতার পরিবার, তদন্তকারী সংস্থা সিবিআই কিংবা দোষী নিজে উচ্চ আদালতের দ্বারস্থ না হলে, রাজ্য কীভাবে এই আর্জি জানায়? প্রশ্ন তোলে কেন্দ্রীয় এজেন্সি।

কয়েকদিন পর অবশ্য সিবিআইও একই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকেও সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি জানানো হয় (RG Kar Case)। শুক্রবার রাজ্যের সেই আবেদনের রায় ঘোষণা করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে সিবিআইয়ের আবেদনেরও রায় ঘোষণা করা হবে। হাইকোর্ট সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ সব পরীক্ষাকেন্দ্রেই…! মাধ্যমিক শুরুর আগে বড় খবর! বিরাট সিদ্ধান্ত নিয়ে নিল পর্ষদ

জানা যাচ্ছে, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য যে আবেদন জানিয়েছে, সেটা গ্রহণ করা হবে নাকি হবে না, সেটাই রায়ে জানাবে জাস্টিস বসাকের (Justice Debangshu Basak) ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের তরফ থেকে কী রায় দেওয়া হয় আপাতত সেদিকেই নজর সকলের।

Shiv Sena leaders might fight for RG Kar case Sanjay Roy in Calcutta High Court

এদিকে আরজি করের (RG Kar Case) নির্যাতিতার পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, তাঁরা সঞ্জয় রায়ের ফাঁসি চান না। তিলোত্তমার মা-বাবার সন্দেহ, ধর্ষণ খুনের এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত। তাঁরা ধরা না পড়া অবধি সঞ্জয়ের ফাঁসি চান না বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার। এমতাবস্থায় রাজ্যের তরফ থেকে যে ফাঁসির আর্জি জানানো হয়েছে, কলকাতা হাইকোর্ট সেটা গ্রহণ করে নাকি বর্জন, সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর