আর নেই রক্ষে! ট্রাম্পের এই সিদ্ধান্তেই সর্বনাশ “কাঙাল” পাকিস্তানের

বাংলাহান্ট ডেস্ক : দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসার পরই পাকিস্তানের (Pakistan) জঙ্গি ও আতঙ্কবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। এদিকে, শপথ নেওয়ার পরই বাংলাদেশকে দেওয়া সব ধরনের আর্থিক সাহায্য বন্ধ করার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ট্রাম্পের নির্দেশে আর্থিক সাহায্য বন্ধ হয়ে যেতে চলেছে মার্কিন সংস্থা ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (USAID) অধীনে পাকিস্তানকে প্রদত্ত সাহায্যও।

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ

প্রসঙ্গত, পাকিস্তানি সন্ত্রাসবাদী হাফিজ সাইদের জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করার অভিযোগ উঠেছিল USAID-এর বিরুদ্ধে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) সংস্থা আর্থিক সাহায্য করে থাকে ভারত (India) বিরোধী জঙ্গি সংগঠনগুলিকে। লস্কর-ই-তৈয়বার (LeT) ছদ্মবেশী সংগঠন ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনকেও আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগ উঠেছিল এই সংস্থার বিরুদ্ধে।

আরোও পড়ুন : কত কোটির বিনিয়োগ প্রস্তাব এল বাংলায়? পরিসংখ্যান দিলেন মমতা, জানালেন ২১২টি মউ স্বাক্ষরের কথা

পাকিস্তানের লাহোর থেকে পরিচালিত এই সংস্থাটিকে মার্কিন প্রশাসন নিজেরাই নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে। এমনকি, চরম ভারত বিরোধী জর্জ সোরোস থেকে অর্থ সাহায্য নেওয়ার অভিযোগও রয়েছে USAID-এর বিরুদ্ধে। ২৬/১১ মুম্বাই হামলার পিছনে প্রধান মাথা হিসেবে কাজ করেছে পাকিস্তানি আতঙ্কবাদী হাফিজ সাইদের সন্ত্রাসবাদী সংগঠন ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন (FIF) এবং লস্কর-ই-তৈয়বা। ২৬/১১ মুম্বাই হামলায় প্রাণ হারান ১৬৬ জন ভারতীয় এবং ৬ জন মার্কিন নাগরিক।

Donald Trump movement against Pakistan

সন্ত্রাসবাদি সংগঠনকে আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগ ওঠার পরই তদন্ত শুরু হয় USAID-এর বিরুদ্ধে। তবে তারপরেও ইসলামিক দাতব্য কার্যকলাপের নামে বিভিন্ন জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করার অভিযোগে বিদ্ধ হতে হয় USAID-কে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার ১৫ দিন পরই মার্কিন সংস্থা ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) বন্ধ করা নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। একই সাথে এই সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদেরও পাঠানো হয়েছে ছুটিতে ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর