বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) নতুন করে অশান্তির আগুন মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে মৌলবাদীদের একাংশের বিরুদ্ধে। এদিকে এই ঘটনায় কোথায় যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হবে, তার বদলে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাড়েই দোষ চাপাল ও দেশের অন্তর্বর্তীকালীন সরকার। ভারতে বসে যাতে হাসিনা কোনো ‘মিথ্যে’ বা ‘মনগড়া’ মন্তব্য না করতে পারেন তার জন্য দিল্লিকে প্রতিবাদপত্র দিল বাংলাদেশের (Bangladesh) তদারকি সরকার।
বাংলাদেশে (Bangladesh) অশান্তির অভিযোগ হাসিনার ঘাড়ে
বুধবার রাতে হাসিনার ভাষণের পরেই ফের উত্থান পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে (Bangladesh)। এদিন ইউনূসের নেতৃতাধীন তদারকি সরকারের বিরুদ্ধে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান জানান হাসিনা। আর তাঁর এই ভাষণের মাঝেই তাণ্ডব চালানো হয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, যা ছিল খোদ বঙ্গবন্ধুর। এবার এই ঘটনার জন্য হাসিনাকেই দায়ী করল ইউনূস সরকার। হাসিনার ‘উসকানিমূলক’ ভাষণের প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনা ঘটেছে বলে ‘সাফাই’ বাংলাদেশের (Bangladesh)।
কী বিবৃতি দিল বাংলাদেশ: বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়, জুলাই বিপ্লবের বিরোধিতা করে ভাষণ দিয়েছেন হাসিনা। ওই আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের অসম্মান করেছেন তিনি। আজগুবি গল্প ফেঁদেছেন এবং আগের মতো হুমকির সুরে কথা বলেছেন। এর জেরেই এই ঘটনা ঘটেছে বাংলাদেশে (Bangladesh), দাবি ইউনূস সরকারের।
আরো পড়ুন : “তোরা আমাকে বাঁচতে দিলি না…”, ছাত্রদলের নেতার হাতে হেনস্থা! চরম সিদ্ধান্ত বাংলাদেশের হিন্দু তরুণীর
ভারতকে বিশেষ বার্তা: অন্তর্বর্তীকালীন সরকারের সাফাই, গত বছর হাসিনা সরকারের পতনের পর থেকে অক্ষত ছিল ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। কিন্তু বুধবার রাতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ‘উসকানিমূলক’ ভাষণের পরেই বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি। ভবিষ্যতে এমন মন্তব্য থেকে হাসিনাকে বিরত রাখতে ভারতকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের (Bangladesh) বিদেশ মন্ত্রকের দাবি, হাসিনার ‘মিথ্যে’ মন্তব্যের জেরে বাংলাদেশে অশান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কও নষ্ট হচ্ছে বলে দাবি করা হয়েছে।
আরো পড়ুন : চমকের পর চমক! দু বছরের জনপ্রিয় মেগার নায়ক ফিরছেন জলসার নতুন সিরিয়ালে
তবে বাংলাদেশ সরকার যতই হাসিনার ঘাড়ে বন্দুক রাখুক না কেন, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পর। বুধবার রাতে ওই তাণ্ডবের সময় কেন চুপ ছিল ইউনূস সরকার? আইন শৃঙ্খলা রক্ষায় ডাহা ফেল হয়ে পিঠ বাঁচাতেই কি এখন তৎপর হয়ে উঠেছে ইউনূস সরকার? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।