বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) এবং রাজ্য সরকারের মধ্যে ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে ফের কবে মহার্ঘ ভাতা বাড়ানো হবে, এই আশায় দিন গুনছেন অনেকে। এই আবহে সামনে এল বড় খবর! ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোনও সুখবর না মিললেও, বড় ‘লাভ’ হল বাংলার রাজ্য সরকারি কর্মীদের।
রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) কী ‘লাভ’ হল?
গত শনিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে শিক্ষা থেকে শুরু করে কৃষি, একাধিক ক্ষেত্রে বেশ কিছু ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গেই সরকারি কর্মীদের ১২,৭৫,০০০ টাকা অবধি আয়ে করছাড় দেওয়ার কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পশ্চিমবঙ্গের ডিএ সহ অন্যান্য ভাতা কেন্দ্র সহ অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা কম। সেক্ষেত্রে এই কর ছাড়ের ঘোষণা বাংলার রাজ্য সরকারি কর্মীদের আদৌ সাহায্য করবে কিনা, সেটা বুঝিয়ে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
সম্প্রতি নিজের ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন মলয় (Malay Mukhopadhyay)। সেখানে তিনি বিষয়টি ব্যাখ্যা করে লেখেন, ‘একজন কেন্দ্রীয় কর্মচারীর (০১.০১.২০২৪) ৫০,০০০ টাকা বেসিকে ডিএ সহ অন্যান্য ভাতা যোগে মোট বেতন গিয়ে দাঁড়ায় ১,২০,০০০ টাকা। শিক্ষাভাতা বাদে করযুক্ত মাসিক আয় ১,১১,০০০ টাকা। ১২ মাসে গিয়ে দাঁড়ায় ১৩,৩২,০০০ টাকা। এতদিন ৭,৫০,০০০ টাকা ব্যতীত বাকি টাকার ওপর কেন্দ্রীয় কর্মীটিকে কর দিতে হতো। এবার ০১.০৪.২০২৫ থেকে ১২,৭৫,০০০ টাকা ব্যতীত কর দিতে হবে’।
আরও পড়ুনঃ শীত ফিরছে বাংলায়! একধাক্কায় কত ডিগ্রিতে নামবে তাপমাত্রা? একনজরে আবহাওয়ার খবর
কেন্দ্রীয় সরকারি কর্মচারীর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীর (Government Employees) বিষয়টিও বিশদে ব্যাখ্যা করেছেন মলয়। তিনি লেখেন, ‘আমাদের রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করুন, ওই একই বেসিকে রাজ্য কর্মীটির (০১.০১.২০২৪) মোট বেতন ৭৩,২০০ টাকা। ১২ মাসে গিয়ে দাঁড়ায় ৮,৭৮,০০০ টাকা। এখন তাঁকে ৭,৫০,০০০ টাকা ব্যতীত ১,২৮,০০০ টাকার ওপর কর দিতে হচ্ছে। আগামী ০১.০৪.২০২৫ থেকে তিনি আর করের আওতায় থাকবেন না’।
এক্ষেত্রে সরকারি কর্মীদের (Government Employees) কী ‘লাভ’ হল সেটা জানিয়ে মলয় লিখেছেন, ‘বলা বাহুল্য, সপ্তম বেতন কমিশনে বেতন বৃদ্ধি হলেও তাকে সহ্য করার মতো কর দিতে হতে পারে। ফলে কেন্দ্র ও রাজ্য উভয় কর্মচারীদের অনেকটাই লাভ হল’।