মাধ্যমিক শুরুর আগেই বড় খবর! এবার নয়া বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ

বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিককে (Madhyamik Exam)। প্রথম বোর্ড পরীক্ষা, তাও আবার নিজেদের স্কুলের চেনা পরিবেশের বাইরে গিয়ে দেওয়া! সব মিলিয়ে মাধ্যমিক (Madhyamik) ঘিরে কমবেশি সকল পরীক্ষার্থীর মনেই একটা চাপা উৎকণ্ঠা কাজ করে। তার মধ্যে এই বছর আবার অ্যাডমিট বিভ্রাটে চাপে পড়েছিলেন বহু শিক্ষার্থী।

নয়া বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ (Madhyamik Exam)

চলতি বছর আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এদিকে তার চার দিন আগেও বহু পরীক্ষার্থীর হাতে এসে পৌঁছয়নি অ্যাডমিট কার্ড! এর জেরে দুশ্চিন্তায় পড়েছিলেন অনেকে। জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। বৃহস্পতিবার আদালতের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হতেই নতুন বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ।

হাইকোর্টের নির্দেশ ছিল, গতকাল সন্ধ্যার মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদকে (WBBSE) নিজেদের পোর্টাল খুলে দিতে হবে। যে বিদ্যালয়গুলি অ্যাডমিট কার্ড পায়নি, তারা সেই পোর্টালে আবেদন জানাতে পারবে। গতকাল দুপুরে উচ্চ আদালত এই নির্দেশ দেওয়ার পরেই বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো! DA নিয়ে টানাপড়েনের মাঝেই হল বড় ‘লাভ’

সেখানে বলা হয়েছে, শুক্রবার বেলা ২টো অবধি পোর্টাল খোলা থাকবে। সেখানে বিদ্যালয়গুলি আবেদন জানাতে পারবে। এরপর পর্ষদের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেবে সংশ্লিষ্ট বিদ্যালয়।

Madhyamik Exam

এদিকে স্কুলের ভুলের কারণে একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড না পাওয়ায় স্কুলগুলিকে জরিমানা ধার্য করেছিল হাইকোর্ট। সেই বিষয়েও পর্ষদের নির্দেশিকায় বলা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বিদ্যালয়গুলি পড়ুয়া প্রতি ১৫,১৮৫ টাকা করে পর্ষদকে দেবে। এর মধ্যে ১০,০০০ টাকা জরিমানা, ৫০০০ টাকা লেট চার্জ এবং ১৮৫ টাকা এনরোলমেন্ট ফি। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহের সময় নগদ অথবা ইউপিআইয়ের মাধ্যমে এই টাকা জমা করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি অভিযোগ ওঠে, বহু বিদ্যালয়ের ভুলে অ্যাডমিট কার্ড পাননি মাধ্যমিক (Madhyamik Exam) পরীক্ষার্থীরা। এই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। বৃহস্পতিবার সেই মামলার প্রেক্ষিতেই মধ্যশিক্ষা পর্ষদকে পোর্টাল খুলে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই সঙ্গেই বিদ্যালয়গুলির ভুলে অ্যাডমিট বিভ্রাট হওয়ায় তাদের জরিমানা ধার্য করে আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর