বাংলাহান্ট ডেস্ক : সাধারণ বাজেটের পরই বড় স্বস্তির খবর নিয়ে আসল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি (MPC) রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মনিটারি পলিসি কমিটির এই সিদ্ধান্তের ফলে বর্তমানে নতুন রেপো রেট দাঁড়াচ্ছে ৬.২৫%।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) নয়া পদক্ষেপ
রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে শুক্রবারই ছিল প্রথম নীতিগত বৈঠক। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট হ্রাস করার। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয়, ২০২০ সালের পর এই প্রথম সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রায় পাঁচ বছর পর রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আম জনতা।
আরোও পড়ুন : ‘প্রয়োজন নেই…’! সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল তিলোত্তমার মা-বাবার ‘এই’ আর্জি
গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের পর অনেকেরই নজর ছিল রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠকের উপর। একাধিক আর্থিক বিশেষজ্ঞ জানিয়েছিলেন, এই বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিতে পারে। সেই প্রত্যাশাই পূরণ করে প্রায় পাঁচ বছর পর ঋণের ক্ষেত্রে সুদের হার হ্রাস করার পথে হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক।
রেপো রেট কমায় কী কী সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ:
• রেপো রেট কমানোর ফলে ঋণ নেওয়ার খরচ কমবে ব্যাঙ্কগুলির। এরফলে ব্যাঙ্কের পক্ষ থেকে খানিকটা কম সুদে ঋণ পাবেন সাধারণ গ্রাহকরা।
• ইএমআই কমতে পারে গৃহঋণ, গাড়ি ঋণ ও পার্সোনাল লোনের ক্ষেত্রে।
• রেপো রেট হ্রাস পাওয়ার ফলে বাণিজ্যিক ঋণ গ্রহণ সহজ হবে। যার ফলে বৃদ্ধি পাবে বিনিয়োগের পরিমাণ।
• দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে RBI। এই সিদ্ধান্তের ফলে লিকুইডিটি বৃদ্ধি পাবে বাজারে।
• রেপো রেট কমার ফলে কমতে পারে সাধারণ ঋণের সুদের হার। এর ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ।