একের পর এক বিপর্যয়! ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মহাকুম্ভে

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে মহাকুম্ভে (Maha Kumbh)। প্রথমে বিধ্বংসী আগুনে কার্যত পুড়ে ছাই হয়ে যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে একের পর এক তাঁবু। সেই ঘটনা সামলাতে না সামলাতেই ফের মৌনী অমাবস্যায় ফের ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এবার আবারো সংবাদ শিরোনামে মহাকুম্ভ (Maha Kumbh)। ফের সেখানে এক ভয়াবহ দুর্ঘটনায় শিউড়ে উঠল মানুষ।

ফের আগুন মহাকুম্ভ (Maha Kumbh) মেলায়

আবারো আগুন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে (Maha Kumbh)। এবার আগুন লাগল শঙ্করাচার্য মার্গের ১৮ নম্বর সেক্টরের যমুনা পুরম সেক্টরে। বিধ্বংসী আগুনে মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ঘটনাস্থলে। পুণ্যভূমিতে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কর্তৃপক্ষ। একাধিক দমকল ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Again fire breaks out at maha kumbh

কী কারণে লাগে আগুন: ঠিক কী কারণে আগুন লাগে তা জানা যায়নি। এখনো পর্যন্ত সরকারি তরফে হতাহতের কোনো খবর মেলেনি। তবে এক পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান, ওল্ড জিটি রোডের কাছে ‘তুলসী চৌরাহা’য় প্রথম বার আগুন লাগে। তারপরেই দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরো পড়ুন : আরো পাকিয়ে গেল জট, শুক্রবার থেকেই বন্ধ শুটিং! মাথায় হাত দর্শকদের

আগেও ঘটেছে দুর্ঘটনা: প্রসঙ্গত, একের পর এক বিপত্তি ঘটেই চলেছে মহাকুম্ভে (Maha Kumbh)। প্রথমে ১৯ শে জানুয়ারি সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ আগুন লাগে মেলায়। পুড়ে ছাই হয় পরপর তাঁবু। এরপর ফের গত ২৯ শে জানুয়ারি মৌনী অমাবস্যায় পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় বহু মানুষের। এখনো পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী ৩০ জনের মৃত্যু হয়েছে পদপিষ্টের ঘটনায়।

আরো পড়ুন : আঙুল ফুলে কলাগাছ! গ্রাহককে ‘দূর দূর’ করে তাড়ালেন নন্দিনীর বাবা, রেস্তোরাঁয় ভেজ থালির দাম কত জানেন?

ওই ঘটনার পরদিনই ৩০ শে জানুয়ারি ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মহাকুম্ভে (Maha Kumbh)। সেক্টর ২২ এ বিধ্বংসী আগুন লাগায় পুড়ে ছাই হয় ১৫ টি তাঁবু। আবার গত ৪ ঠা ফেব্রুয়ারি হট এয়ার বেলুন ফেটে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৬ পুণ্যার্থীর। বারংবার এমন বিপত্তিতে প্রয়াগরাজে নিরাপত্তার ব্যবস্থাপনা এবং উত্তরপ্রদেশ সরকারের দায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর