মিস করেছেন প্রথম ম্যাচ! দ্বিতীয় ODI-তে আদৌ খেলবেন কোহলি? সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা প্রথম ODI ম্যাচে অংশ নেননি। টসের সময়ে অধিনায়ক রোহিত শর্মা জানান যে, বিরাট কোহলি চোটের কারণে কাবু হয়েছেন। এই কারণে তিনি ওই ম্যাচে অংশ নিতে পারবেন না। তবে, এবার টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শুভমান গিল কোহলির চোট নিয়ে একটি বড় আপডেট সামনে এনেছেন।

দ্বিতীয় ODI-তে খেলবেন কোহলি (Virat Kohli)?

আসলে, বিরাট কোহলি (Virat Kohli) সম্পর্কে ম্যাচের আগের রাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, তিনি প্রথম ODI ম্যাচ খেলবেন না। শ্রেয়স আইয়ারও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন। ম্যাচের পরে, জানান যে বিরাট কোহলি না খেলার কারণে তিনি প্লেয়িং ইলেভেনে জায়গা পেয়েছিলেন।

বিরাট কোহলি সম্পর্কে বড় আপডেট দিয়েছেন গিল: এমতাবস্থায়, ভারতের ক্রিকেট অনুরাগীরা একটাই প্রশ্নের উত্তর জানতে চান যে বিরাট কোহলি (Virat Kohli) দ্বিতীয় ODI ম্যাচটি খেলবেন কি না! এমতাবস্থায়, টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শুভমান গিল এই বিষয়ে তথ্য দিয়েছেন। ম্যাচের পর গিল জানিয়েছেন “সকালে যখন বিরাট কোহলি ঘুম থেকে ওঠেন, তখন তাঁর হাঁটু ফুলে গিয়েছিল। ম্যাচের আগে অনুশীলন সেশন পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। তবে, চিন্তার কিছু নেই। পরের ম্যাচের জন্য তিনি অবশ্যই ফিট হবেন।”

আরও পড়ুন: মলদ্বীপের উদ্দেশ্যে ভারতের মাস্টারস্ট্রোক! একটা চালেই বড়সড় ঝটকার সম্মুখীন চিন

এদিকে, বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতিতে শুভমান গিল তিন নম্বরে ব্যাট করেছেন এবং তাঁর পারফরম্যান্সও ছিল খুব ভালো। ৯৬ টি বলে ১৪ টি চারের সাহায্যে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গিল। এখন যদি বিরাট কোহলি দ্বিতীয় ODI ম্যাচ খেলেন সেক্ষেত্রে প্লেয়িং ইলেভেন থেকে একজন খেলোয়াড়কে বাদ দিতে হবে।

আরও পড়ুন: এবার আরও বাড়বে ধোনির আয়! বড় পদক্ষেপ নিলেন মাহি

জানিয়ে রাখি যে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI ম্যাচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করে ৪৭.৪ ওভারে ইংল্যান্ড ২৪৮ রান করে। জবাবে ভারতীয় দল ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে এই টার্গেট হাসিল করে ফেলে। আর এইভাবেই ৩ ম্যাচের ODI সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর