সুখবর! এই কেন্দ্রীয় সংস্থায় বিপুল পদে কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার কেন্দ্রীয় সরকারি সংস্থার তরফ থেকে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি হল। যারা একটা চাকরির জন্য দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন তাদের জন্য বড় সুখবর রয়েছে আজকের প্রতিবেদনে। শত শত শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড (RITES)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে এই সংস্থার তরফ থেকে।

প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ (Recruitment)। আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইন মাধ্যমে। রাইটস লিমিটেডের তরফ থেকে যে নিয়োগ (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী চুক্তির সময়সীমা বৃদ্ধি পেতে পারে। দেশের যে কোনো প্রান্তেই নিযুক্তদের পোস্টিং দেওয়া হতে পারে।

এই নিয়োগ (Recruitment) সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জেনে নেব আজকের প্রতিবেদনে।

নিয়োগকারী সংস্থা : রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড।

কোন কোন পদে নিয়োগ : ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে হবে এই নিয়োগ।

মোট শূন্য পদের সংখ্যা : বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩০০ টি শূন্য পদে এই নিয়োগ হবে।

আরোও পড়ুন : আর নেই চিন্তা! দৈনিক ২০০ টাকা জমিয়েই হয়ে যান লাখপতি, LIC-র এই পলিসি বদলে দেবে জীবন

কোন কোন ক্ষেত্রে কাজের সুযোগ : নিযুক্তরা সংস্থার কেমিক্যাল, মেকানিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, আরবান ইঞ্জিনিয়ারিং (এনভায়রনমেন্ট), সোশ্যাল সায়েন্স, সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, জিওফিজ়িক্স, আর্কিটেকচার, জিওলজি, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ট্র্যাফিক টি অ্যান্ড টি ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সংস্থার সোশ্যাল সায়েন্স ক্ষেত্রে কাজ করার জন্য। এছাড়াও প্রয়োজন হবে অভিজ্ঞতার। যোগ্যতার বিভিন্ন মাপকাঠি সম্পর্কে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।

আরোও পড়ুন : ‘এই সরকারের আমলে গরিব আরও গরিব হয়েছে’! বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বয়স সীমা : ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে সর্বোচ্চ যথাক্রমে ৩১, ৩২, ৩৫ এবং ৩৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন : ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে নিযুক্তদের মাসিক বেতন যথাক্রমে ৪১,২৪১ টাকা, ৪২,৪৭৮ টাকা, ৪৬,৪১৭ টাকা এবং ৫০,৭২১ টাকা।

Recruitment and job vacancy in this organisation

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন মূল্য বাবদ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৩০০ টাকা ও সাধারণ শ্রেণীর প্রার্থীদের ৬০০ টাকা জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২০ ফেব্রুয়ারি, ২০২৫।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর