বাংলাহান্ট ডেস্ক : একগুচ্ছ সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে চ্যানেলগুলিতে। পুরনো ধারাবাহিকগুলি শেষ করে তাদের জায়গায় নিয়ে আসা হচ্ছে নতুন মেগা। আর সেই নতুন গল্পগুলি কেমন হবে, কারা থাকবেন নায়ক নায়িকার ভূমিকায়, প্রোমো ইত্যাদি নিয়েও চলছে জল্পনা। আর যদি ভিন্ন ধরণের গল্প নিয়ে আসে কোনো ধারাবাহিক (Serial), তাহলে তো কথাই নেই। নিমেষে দর্শকদের নজর কেড়ে নেয় সিরিয়াল।
নতুন সিরিয়ালের (Serial) প্রোমো আনল স্টার জলসা
বিগত কয়েক দিনে একাধিক চ্যানেলে নতুন নতুন সিরিয়াল (Serial) আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কিছু ধারাবাহিকের প্রোমোও এসেছে সামনে। কখন, কোন স্লটে আসছে নতুন গল্প, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে দর্শক মহলে। এর মাঝেই বড় চমক দিল স্টার জলসা। আরো এক নতুন ধারাবাহিকের (Serial) প্রোমো এনে দর্শক মহলে শোরগোল ফেলে দিল চ্যানেল।
ভিন্ন ধরণের গল্প আসছে: কিছুদিন আগে প্রকাশ্যে আসা স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোতেই নতুন সিরিয়ালের (Serial) জুটির আভাস মিলেছিল। দুদিন যেতে না যেতেই সামনে এল সেই সিরিয়ালের প্রোমো। আর প্রথম ঝলকেই দর্শকদের চমকে দিল নতুন ধারাবাহিক। গতানুগতিক সিরিয়ালের (Serial) ধারা থেকে বেরিয়ে একেবারে ভিন্ন ধরণের গল্প নিয়ে এল এই নতুন সিরিয়াল।
আরো পড়ুন : একের পর এক বিপর্যয়! ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মহাকুম্ভে
কী দেখাল প্রোমোতে: নতুন সিরিয়ালের (Serial) নাম ‘পরশুরাম আজকের নায়ক’। আসন্ন সিরিয়ালটি নারীকেন্দ্রিক নয়, বরং পুরুষকেন্দ্রিক হতে চলেছে। প্রোমোতে দেখা যায়, নায়ক ইন্দ্রজিৎ লুঙ্গি পরে মাছ কিনতে গিয়েছে বাজারে। ছেলে মেয়ে বউ নিয়ে সংসারী মানুষ সে। ইন্দ্রজিতের স্ত্রীর ভূমিকায় রয়েছেন তৃণা। কিন্তু প্রোমো (Serial) একটু এগোতেই দেখা যায়, বাইকবাহিনীর পেছনে ধাওয়া করে গোপন ডেরায় পৌঁছায় ইন্দ্রজিৎ। সেখানে একেবারে লুঙ্গি গুটিয়ে বন্দুক নিয়ে শুরু হয় অ্যাকশন!
আরো পড়ুন : আরো পাকিয়ে গেল জট, শুক্রবার থেকেই বন্ধ শুটিং! মাথায় হাত দর্শকদের
অফিসে বসকে পরশুরাম জানায়, মিশন সফল হয়েছে। এদিকে ফোনে গোলাগুলির আওয়াজে বউয়ের জেরার মুখে পড়ে পরশুরাম। উত্তরে সে বলে, ভিডিও গেমস খেলছিল সে। প্রোমো দেখে মনে করা হচ্ছে, আনডারকভার এজেন্ট হিসেবে দেখা যেতে পারে ইন্দ্রজিৎকে। তবে নায়ক কেন্দ্রিক সিরিয়াল দেখে বেশ চমকেছেন দর্শকরা। অবশেষে ভিন্ন ধরণের গল্প পেয়ে উচ্ছ্বসিত অনেকেই। এবার কোন সময়ে, কটার স্লটে আসবে সিরিয়ালটি সেটাই দেখার অপেক্ষা।