কেন এই “অচেনা” ব্যক্তির জন্য ৫০০ কোটি টাকা রেখেছিলেন রতন টাটা? জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটা (Ratan Tata) কয়েক মাস আগেই পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাঁর সহজসরল-অনাড়ম্বর জীবন যাপন মুগ্ধ করতো গোটা দেশবাসীকে। তবে, এবার রতন টাটার উইল সম্পর্কিত এমন একটি তথ্য সামনে এসেছে যেটি সম্পর্কে জানার পর ফের চমকে গিয়েছেন সকলে। আসলে রতন টাটা তাঁর উইলে উল্লেখ করেছেন যে, তিনি এমন একজন ব্যক্তিকে ৫০০ কোটি টাকারও বেশি দেবেন যিনি প্রচারের আলো থেকে বহু দূরে থাকেন।

ফের সবাইকে চমকে দিলেন রতন টাটা (Ratan Tata):

তিনি হলেন জামশেদপুরের বাসিন্দা মোহিনী মোহন দত্ত। যিনি রতন টাটার (Ratan Tata) সম্পত্তি থেকে ৫০০ কোটি টাকার বেশি পাবেন। ইকোনমিক টাইমসের এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। রতন টাটা এবং মোহিনী মোহন দত্তের সম্পর্ক বহু বছর আগের। তবে এই বিষয়ে খুব কম মানুষই জানেন। এমতাবস্থায়, উইলে মোহিনী মোহন দত্তের নামের উপস্থিতি টাটা পরিবারের জন্যও চমক হিসেবে বিবেচিত হচ্ছে।

মোহিনী মোহন দত্ত কে: জানিয়ে রাখি যে, ১৯৬০-এর গোড়ার দিকে জামশেদপুরের ডিলার্স হোস্টেলে রতন টাটার (Ratan Tata) সাথে মোহিনী মোহন দত্তের প্রথম সাক্ষাৎ হয়েছিল। এই সাক্ষাৎ দত্তের জীবন বদলে দেয়। সেই সময়ে রতন টাটার বয়স ছিল ২৪ বছর। দত্ত তাজ গ্রুপের সাথে তাঁর কর্মজীবন শুরু করেন এবং তারপরে স্ট্যালিয়ন ট্রাভেল এজেন্সি নামে একটি নিজস্ব উদ্যোগ চালু করেন। যেটি ২০১৩ সালে তাজ গ্রুপ অফ হোটেলের একটি ইউনিট তাজ সার্ভিসেসের সাথে সংযুক্ত হয়। মোহিনী মোহন দত্ত এবং তাঁর পরিবারের কাছে স্ট্যালিয়নের ৮০ শতাংশ শেয়ার ছিল। বাকি অংশ ছিল টাটা ইন্ডাস্ট্রিজের কাছে। এই কোম্পানিটি পরে টাটা ক্যাপিটাল কিনে নেয় এবং থমস কুকের (ইন্ডিয়া) কাছে বিক্রি করে। এখন এটি টিসি ট্রাভেল সার্ভিসেস নামে কাজ করছে এবং দত্ত এর ডাইরেক্টর রয়েছেন।

Why did Ratan Tata keep Rs 500 crore for this person.

জানিয়ে রাখি যে, মোহিনী মোহন দত্তের কাছে শীঘ্রই তালিকাভুক্ত হওয়া টাটা ক্যাপিটাল সহ টাটা গ্রুপের কোম্পানিগুলিতে শেয়ার রয়েছে৷ দত্তের দুই মেয়ের মধ্যে একজন ২০২৪ সাল পর্যন্ত টাটা ট্রাস্টে কাজ করেছেন। এর পাশাপাশি তাঁর মেয়ে তাজ হোটেলেও কাজ করতেন। রতন টাটার (Ratan Tata) জন্মবার্ষিকীতে দত্তকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এবার দাপট দেখাবে ভারত! তৈরি হল AI ল্যাব

উইলের প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে ৬ মাস: মোহিনী দত্ত টাটা পরিবারের সদস্য নন। এই কারণে তাঁর নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বর্তমানে, মোহিনী দত্তের পক্ষ থেকেও উইলের বিষয়ে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। কিংবা রতন টাটার পরিবার বা ঘনিষ্ঠজনের কাছ থেকেও কোনও তথ্য মেলেনি। জানিয়ে রাখি যে, হাইকোর্টের সার্টিফিকেশনের পরই উইলের সম্পত্তি বণ্টন করা যাবে। এই প্রক্রিয়া শেষ হতে ৬ মাস সময় লাগতে পারে।

আরও পড়ুন: মিস করেছেন প্রথম ম্যাচ! দ্বিতীয় ODI-তে আদৌ খেলবেন কোহলি? সামনে এল বড় আপডেট

এদিকে, মৃত্যুর আগে রতন টাটা, রতন টাটা (Ratan Tata) এনডাউমেন্ট ট্রাস্ট এবং রতন টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। এর কাজ হল তাঁর উত্তরাধিকার বিতরণ করা। টাটা সন্সে রতন টাটার মোট সম্পদের পরিমাণ ছিল ০.৮৩ শতাংশ। যার মূল্য আনুমানিক ৮,০০০ কোটি টাকা। এছাড়াও বিভিন্ন স্টার্টআপে তাঁর বিনিয়োগের পরিমাণ প্রায় ১৮৬ কোটি টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর