বাংলাহান্ট ডেস্ক : প্রায় সব চ্যানেলেই নতুন নতুন সিরিয়ালের (Serial) আগমন অব্যাহত। নিত্য নতুন গল্পের টানে দর্শকদের টিভি মুখো করতে মাথা খাটাচ্ছেন নির্মাতারা। কখনো কখনো আবার নতুন টুইস্ট আনতে নতুন নতুন চরিত্রেরও সংযোজন হয় ধারাবাহিকে (Serial)। গল্পে মোড় এলে তা স্বাভাবিক ভাবেই আকর্ষণ করে দর্শকদের।
নতুন নায়ক আসছেন সিরিয়ালে (Serial)
এক একটি সিরিয়ালে (Serial) নায়ক নায়িকা ছাড়াও থাকে একগুচ্ছ পার্শ্ব চরিত্র। এই সাইড রোল গুলিতে প্রায়শই অভিনেতা অভিনেত্রীদের আনাগোনা লেগে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে সটান নায়ক নায়িকারাও বদলির মুখে পড়েন বটে। সম্প্রতি এক নতুন সিরিয়ালেই (Serial) এবার এন্ট্রি নিতে চলেছেন নতুন নায়ক।
কোন সিরিয়ালে আসছে বদল: মাত্র ৫ মাস হল শুরু হয়েছে সিরিয়ালটি (Serial)। তবে কম সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। ভিন্ন ধরণের গল্পের জোরে মাত্র এই কয়েক মাসেই টিআরপি তালিকাতেও ছাপ ফেলতে পেরেছে সিরিয়ালটি (Serial)। ছোটপর্দার অতি জনপ্রিয় নায়িকাও অভিনয়ের জোরে দর্শকদের মন কাড়তে পেরেছেন। এবার টিআরপি আরো বাড়াতে নতুন নায়ক পা রাখতে চলেছেন সিরিয়ালে (Serial)।
আরো পড়ুন : ইতিহাস গড়ল TRP টপার মেগার প্রোডাকশন হাউজ! প্রোমোতেই ভাইরাল জলসার ‘ছকভাঙা’ সিরিয়াল
কে থাকছেন নতুন চরিত্রে: সান বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির (Serial) মধ্যে অন্যতম ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। গত সেপ্টেম্বরের শেষে শুরু হয়েছিল ধারাবাহিকটি। একজন মধ্যবয়স্ক মহিলার কাহিনি উঠে এসেছে সিরিয়ালে, যে দীর্ঘ ১৫ বছরেও সংসার জীবনে পায়নি নিজের প্রাপ্য। অভিনেত্রী পায়েল দে আবারো নায়িকা হয়ে ফিরেছেন এই ধারাবাহিকে (Serial)। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে। আর এবার নতু নায়ক পা রাখছেন সিরিয়ালে।
আরো পড়ুন : স্বেচ্ছায় ৩ বার করান গর্ভপাত, ২২ বছরের সংসার ভেঙে আলাদা হচ্ছেন টেলি নায়িকা!
তবে আলোর নায়ক নয়, বরং তাঁর মেয়ে ঝিলিকের জীবনে আসে বিশেষ মানুষ। স্বামী হারা হয়ে আলো যখন লড়াই করছে তখনই মেয়ের জীবনে এই নতুন মানুষের জন্য কোন দিকে মোড় নেবে গল্প সেটাই দেখার। এই নতুন চরিত্রে অভিনয় করতে চলেছেন আয়ুষ দাসকে। শিশুশিল্পী হিসেবে কম বয়সে অভিনয় শুরু করলেও এখন ছোটপর্দার জনপ্রিয় মুখ তিনি। এবার নতুন সিরিয়ালে তাঁকে দেখার জন্য উচ্ছ্বসিত দর্শকরা।