বাংলাহান্ট ডেস্ক : নানা ভাষা নানা মত নানা পরিধানের ভারতে উদযাপিত হচ্ছে মহাকুম্ভ (Maha kumbh)। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে দেশ-বিদেশ থেকে ছুটে আসছেন পুণ্যার্থীরা। মহাকুম্ভে এবার পুণ্যস্নানের উদ্দেশ্যে পাকিস্তান থেকে ৬৮ জন হিন্দু এসেছেন ভারতে। মহাকুম্ভের পূণ্যলগ্নে গঙ্গায় ডুব দিয়ে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করলেন পাকিস্তানের (Pakistan) এই হিন্দুরা।
মহাকুম্ভে (Maha kumbh) আগত পাকিস্তানের (Pakistan) বাসিন্দারা
জানা যাচ্ছে, পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে ৬৮ জন হিন্দু উত্তর প্রদেশের প্রয়াগরাজে এসেছেন মহাকুম্ভ (Maha Kumbh) উপলক্ষ্যে। পাকিস্তান থেকে আসা ৬৮ জন হিন্দুর এই দল প্রথমেই যান হরিদ্বার। সেখানে তাঁরা তাঁদের ৪৮০ জন পূর্বপুরুষের অস্থি বিসর্জন দিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। সেখান থেকেই চলে যান মহাকুম্ভে (Maha Kumbh) পুণ্যস্নানের উদ্দেশ্যে।
আরোও পড়ুন : TRP টানতে নায়কেই ভরসা, পাঁচ মাসেই নতুন হিরোর এন্ট্রি এই সিরিয়ালে
পাকিস্তান থেকে কুম্ভে আসা সিন্ধ প্রদেশের বাসিন্দা গোবিন্দ রাম মাখেজা জানান, ” বেশ কয়েক মাস ধরেই মহাকুম্ভের কথা শুনছিলাম। তখন থেকেই এখানে আসার বাসনা জন্মায়। আর ধরে রাখতে না পেরে চলেই এলাম।” কুম্ভ স্নানের অনুভূতি সম্পর্কে বলতে গিয়ে গোবিন্দ রাম বলেন, ” এ এক এমন অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাবে না। আগামীকাল আবার পুণ্যস্নান করব আমরা।”
আরোও পড়ুন : বন্দিদের মতো রাজ্য পুলিশও…! নবান্নে বিরাট প্রস্তাব পাঠাল ভবানী ভবন
পাশাপাশি সেখানে গিয়ে সনাতন ধর্মের জন্য গর্ব অনুভব করছেন বলেও তিনি উল্লেখ করেন। গোবিন্দ রামের কথায়, “পাকিস্তান থেকে প্রায় আড়াইশো জন গত বছর প্রয়াগরাজে আসেন। এবার মহাকুম্ভে পুণ্যার্থীরা এসেছেন সিন্ধের ঘোটকী, সুক্কুর, খইরপুর, শিকারপুর, কারকোট, যাতাবল থেকে।”
এই দলে থাকা এক গৃহবধূ পুণ্যস্নান করে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, “প্রথমবারের জন্য ভারতে এলাম। সেটাও আবার মহাকুম্ভে। সনাতনী সংস্কৃতি দেখে অভিভূত হচ্ছি। মুসলিম সম্প্রদায়ের মধ্যে বড় হয়ে উঠলেও আমাদের হিন্দুদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ভারতে এসে নিজেদের ঐতিহ্যকে চাক্ষুষ করতে পেরে গর্ব অনুভব করছি।”