RBI সুদ কমালেও মিলল না স্বস্তি! শেয়ার বাজারে রক্তক্ষরণে মাথায় হাত বিনিয়োগকারীদের

বাংলাহান্ট ডেস্ক : পাঁচ বছর পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার কমিয়েছে। হ্রাস পেয়েছে রেপো রেট। এই খবর সামনে আসার পর লগ্নিকারীরা ভেবেছিলেন এবার হয়তো ঊর্ধ্বমুখী হবে শেয়ার মার্কেটের (Share Market) গ্রাফ। তবে বিনিয়োগকারীদের আশায় জল ঢেলে শুক্রবারও রক্তক্ষরণ অব্যাহত থাকল শেয়ার বাজারে।

শেয়ার বাজার (Share Market) নিয়ে বড় খবর

আজ অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ৭৮,১১৯.৬০ পয়েন্টে খোলে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) (Bombay Stock Exchange)। দিনের শেষে ৭৭,৮৬০.১৯ পয়েন্টে পৌঁছে বন্ধ হয় BSE। আজ বম্বে স্টক এক্সচেঞ্জে ১৯৭.৯৭ পয়েন্টের পতন দেখা গিয়েছে সারাদিনে, শতাংশের নিরিখে যা ০.২৫। সারাদিনে সেনসেক্স আজ সর্বোচ্চ পৌঁছেছিল ৭৮,৩৫৬.৯৮ পয়েন্টে।

আরোও পড়ুন : মিস করা যাবে না পুণ্যস্নান! পাকিস্তান থেকে মহাকুম্ভে উপস্থিত পুণ্যার্থীরা

অপরদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটি-৫০ আজ ২৩,৫৫৯.৯৫ পয়েন্টে বন্ধ হয়েছে। আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৪৩.৪০ পয়েন্টের পতন লক্ষ্য করা গেছে, শতাংশের নিরিখে যা ০.১৮। আজ সারাদিনে দাম বৃদ্ধি পেয়েছে ১,৪৬৮টি শেয়ারের। অন্যদিকে, ২,২৯৩টি স্টকের দামের পতন হয়েছে আজ। ১৩৯টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

আজ এনএসসিতে সংকর-ধাতুর সংস্থাগুলির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ২.৬%। ভোগ্যপণ্য এবং গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির ১ ও ০.৭ শতাংশ সূচক ঊর্ধ্বমুখী হয়েছে আজ। অন্যদিকে, ১% শেয়ারের দাম হ্রাস পেয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, এফএমসিজি, গণমাধ্যম এবং তেল ও গ্যাস সংস্থাগুলির।

আরোও পড়ুন : মাধ্যমিক পরীক্ষায় জিরো টলারেন্স নীতি! আরও কড়া হচ্ছে নিয়ম

আজ নিফটিতে সর্বাধিক লোকসানের সম্মুখীন হয়েছে ওএনজিসি, আইটিসি, ব্রিটানিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং আদানি পোর্টস। তবে শেয়ার বাজারের (Share Market) ক্ষেত্রে টাটা স্টিল, ভারতী এয়ারটেল, ট্রেন্ট, জেএসডব্লু স্টিল এবং হিন্দালকোর লগ্নিকারীরা আজ দেখেছেন লাভের মুখ।

Share Market and Reserve Bank of India

রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ৬.২৫ শতাংশে নেমেছে রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে সুদের হার কমতে পারে গাড়ি, বা়ড়ি-সহ অন্যান্য ঋণে। তবে এর প্রভাব কেন শেয়ার মার্কেটের উপর পড়ল না সেই নিয়ে একাধিক যুক্তি দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর