বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে (Team India) ১-৩ ব্যবধানে হারের মুখে পড়তে হয়। এদিকে, এই পরাজয়ের কারণে ভারতীয় দল ২০২৩-২৫ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠতে পারেনি। এই টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স আদৌ নজর কাড়তে পারেনি। তিনি ৫ টি ইনিংসে মাত্র ৩১ রান করেন। এদিকে, খারাপ ফর্মের কারণে সিডনি টেস্টও খেললেনি তিনি
রোহিতের পর কে হবেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক?
তবে, অস্ট্রেলিয়া সফরে শোচনীয় পরাজয়ের পর ভবিষ্যতের পরিকল্পনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, BCCI রোহিত শর্মার পরে টেস্ট অধিনায়কত্বের বিকল্প খুজতে ব্যস্ত। তবে, ইংল্যান্ড সফরে রোহিতের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে ভারতকে জুন-অগাস্টে ৫ টি টেস্ট ম্যাচ খেলতে হবে। তবে, রোহিত কতদিন টেস্ট ক্রিকেটে থাকবেন সেটাই দেখার।
BCCI-এর একটি সূত্র জানিয়েছে, “গত নির্বাচক বৈঠকে রোহিতের সঙ্গে নির্বাচক ও বোর্ডের আধিকারিকরা এই নিয়ে আলোচনা করেছিলেন। রোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কীভাবে তার ভবিষ্যত পরিকল্পনা করতে চান? আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র এবং ODI বিশ্বকাপের জন্য টিম ম্যানেজমেন্টের কিছু পরিকল্পনা রয়েছে। নির্বাচকরা আসলে সমগ্র বিষয়টি মসৃণভাবে করতে চান।
জানিয়ে রাখি যে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই রোহিত শর্মা ৩৮ বছর বয়সী হবেন। জাসপ্রীত বুমরাহ বেশ কিছুদিন ধরেই তাঁর ডেপুটি ছিলেন। কিন্তু বুমরাহের ফিটনেস নিয়ে উদ্বেগের কারণে BCCI তাকে পরবর্তী টেস্ট অধিনায়ক করা নিয়ে শঙ্কিত রয়েছে। তাই, বোঝাই যাচ্ছে যে দলকে (Team India) এগিয়ে নিয়ে যেতে পারেন এমন একজন তরুণকে অধিনায়কত্ব দিতে চান নির্বাচকরা। সূত্র বলেছ যে, “বুমরাহের দীর্ঘ টেস্ট সিরিজ বা পুরো মরশুম খেলার সম্ভাবনা সবসময়ই সন্দেহের মধ্যে থাকবে। নির্বাচকরা সম্ভবত আরও স্থিতিশীল বিকল্প চান।”
আরও পড়ুন: সুখবর! এবার ১৫ বছর পর্যন্ত ভুলে যান Toll Tax-এর চিন্তা, বড় পদক্ষেপের পথে সরকার
দৌড়ে রয়েছেন এই তরুণ ওপেনার: এদিকে, ঋষভ পন্থ এবং তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের নামও উঠে এসেছে টেস্ট অধিনায়কত্বের সম্ভাব্য দাবিদারদের মধ্যে। যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছেন। পন্থ T20 ক্রিকেটেও ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন এবং IPL-এ তাঁর অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলকভাবে নতুন জয়সওয়াল সম্পর্কে একই কথা বলা যায় না। তবে, BCCI যদি একজন তরুণ খেলোয়াড়কে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দিতে চায়, সেক্ষেত্রে যশস্বীই এগিয়ে থাকবেন।
আরও পড়ুন: কেন এই “অচেনা” ব্যক্তির জন্য ৫০০ কোটি টাকা রেখেছিলেন রতন টাটা? জানলে চমকে উঠবেন
সূত্র জানিয়েছে যে, “গিলও অধিনায়কত্বের সম্ভাব্য দাবিদারদের মধ্যে ছিলেন। তবে টেস্ট ক্রিকেটে তাঁর পারফরম্যান্স এভারেজ। এদিকে, ঋষভ পন্থও হতে পারেন শক্তিশালী দাবিদার। সম্ভবত যশস্বী জয়সওয়ালের মতো একজন তরুণ খেলোয়াড়কে এই ভূমিকার জন্য প্রস্তুত করা যেতে পারে। অন্যদিকে, কেএল রাহুলও এই তালিকায় রয়েছেন। রাহুল গত ১২ থেকে ১৫ মাসে ভালো পারফর্ম করেছেন। তবে, দলে (Team India) তাঁর জায়গা নিয়ে BCCI আত্মবিশ্বাসী বলে মনে হয় না।