বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার রাতেই পরিচালকদের সংগঠনের তরফে জানানো হয়েছিল, শুক্রবার থেকেই শুটিং বন্ধ থাকবে টলিপাড়ায় (Serial)। ফেডারেশনের জন্য একগুচ্ছ শর্তাবলী দিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেছিল ডিরেক্টরস গিল্ড। পরিচালকদের তরফে সাফ জানানো হয়েছে, তাঁরা শুটিংয়ে যাবেন না। পরিচালক ছাড়া যদি শুটিং চালানো যায় তবে চালাক। সেক্ষেত্রে কেমন চলছে টেলিপাড়ায় (Serial) শুটিং? কর্মবিরতির কোনো প্রভাব কী পড়ল সিরিয়ালের সেটে?
শুক্রবার কী পরিস্থিতি সিরিয়ালের (Serial) সেটে
স্টার জলসার ‘কথা’ সিরিয়াল (Serial) এই মুহূর্তে টিআরপি চার্টে দ্বিতীয় স্থানে রয়েছে। সদ্য বিয়ে পর্ব মিটেছে কথা এভির। আপাতত তাজপুরে আউটডোর শুটিং (Serial) করছে কথার টিম। শুটিং বিতর্ক নিয়ে সংবাদ মাধ্যমকে সাহেব বলেন, আউটডোরে শুটিং বন্ধ মানে অনেক টাকার ক্ষতি। তাই ডিরেক্টরস গিল্ড শুটিংয়ের অনুমতি দিয়েছে তাঁদের। শনিবার আউটডোর শুটিং সেরে কলকাতায় ফিরবে কথা টিম। তারপর কী হবে তা এখনো জানেন না কলাকুশলীরা।
কী চলছে চিরসখার সেটে: একই চ্যানেলের নতুন ধারাবাহিক (Serial) ‘চিরসখা’র শুরুতেই চলছে আউটডোর শুটিং। স্বতন্ত্র ওরফে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় বলেন, এটা তো সেনা শাসন নয়। কাজ হলে ইন্ডাস্ট্রির লোকেরাই কাজ পাবেন। ফেডারেশনের অতিরিক্ত চাপে লুকিয়ে শুটিং করতে হচ্ছে। কারণ তাঁদের কাছে বাজেট নেই। অথচ পেট তো চালাতে হবে। কোনো সিরিয়ালের (Serial) শুটিংও বন্ধ হয়েছে বলে শোনেননি সুদীপ।
আরো পড়ুন : স্বদেশে লাঞ্ছিত “বঙ্গবন্ধু”, অথচ ৭৭ বছর ধরে মুজিবের স্মৃতি আগলে রেখেছে কলকাতা
কী জানালেন পর্ণা: পরিচালক শ্রীজিৎ রায়, যার কিনা জি বাংলার বেশ কিছু সিরিয়াল (Serial) রয়েছে, তাঁকে ‘নিষিদ্ধ’ করা হয়েছিল। তবে ‘নিম ফুলের মধু’র পল্লবী শর্মা বলেন, শুটিং একই ভাবে হচ্ছে। কেউই চায় না শুটিং বন্ধ হোক। যা সমস্যা সব আলোচনার মাধ্যমে মিটে যাক, এমনটাই চান তিনি। অন্যদিকে ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক জানান, শুটিং (Serial) বন্ধ হওয়ার কোনো খবর তিনি পাননি। তবে আগামী পর্বগুলির ব্যাঙ্কিং এর অবস্থা খুব একটা ভালো নয়।
আরো পড়ুন : পাত্তা পেল না ইউনূসের হুঁশিয়ারি! মুজিবের ধ্বংস হওয়া বাড়ি থেকে ইট-লোহা লুট জনতার
সান বাংলার সিরিয়ালগুলির শুটিংও চলছে বলে জানা গিয়েছে। যদিও শোনা যাচ্ছে, ব্লুজ প্রোডাকশন, অর্ক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তীর প্রোডাকশন বন্ধ রেখেছে শুটিং। তবে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার থেকে বেশিরভাগ সিরিয়ালের শুটিং শুরু হয়েছে। পাশাপাশি বেশ কিছু সিনেমার শুটিংও হচ্ছে।