বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় নায়িকাদের কমতি নেই। বিভিন্ন চ্যানেলের সিরিয়ালে (Serial) ঘুরিয়ে ফিরিয়ে অভিনয় করতে দেখা যায় তাঁদের। আবার এমনো কিছু নায়িকা রয়েছেন যাঁরা আগে অত্যন্ত জনপ্রিয় হলেও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েই গিয়েছেন। তাঁদের অভিনীত ধারাবাহিক (Serial) আজো মনে রয়ে গিয়েছে দর্শকদের। কিন্তু দীর্ঘদিন কোনো সিরিয়ালে দেখা মেলে না এই নায়িকাদের।
এই সিরিয়ালের (Serial) নায়িকাদের আজও মনে রেখেছে দর্শক
সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ালের (Serial) ধরণ ধারণ সবই বদলেছে। অনেক নতুন মুখও পা রেখেছেন ছোটপর্দায়। আরো অনেক নবাগতা নায়িকারা ডেবিউ করবেন আগামীতে। তবে পুরনো অভিনেত্রীদের কদরও কিন্তু কম নেই টেলিপাড়ায়। বিশেষ করে কয়েকজন নায়িকার অভিনয় আজও দর্শকরা মনে রেখে দিয়েছেন।
কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী: এমনি এক অভিনেত্রী কামব্যাক করতে চলেছেন দীর্ঘ ৫ বছর পর। সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর নতুন সিরিয়ালের (Serial) প্রোমো। আর প্রথম ঝলকেই চমকে দিয়েছেন নায়িকা। কথা হচ্ছে অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্যর ব্যাপারে। অনেকের কাছেই অবশ্য তিনি এখনো পরিচিত ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্র’ নামেই। জি বাংলার সিরিয়ালটি (Serial) অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সে সময়।
আরো পড়ুন : থমকে একগুচ্ছ প্রোডাকশনের শুটিং! মাঝপথেই বন্ধ হবে TRP টপার সিরিয়াল?
প্রকাশ্যে এল প্রোমো: এরপর শর্মিষ্ঠাকে ‘মুখোশের আড়ালে’, ‘হারানো সুর’ এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল। তবে ২০২০ সালে হারানো সুর শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে (Serial) তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে বাংলায় দেখা না মিললেও হিন্দিতে কিন্তু চুটিয়ে কাজ করেছেন তিনি। অবশেষে সুখবর দিলেন শর্মিষ্ঠা। নতুন সিরিয়াল (Serial) নিয়ে ফিরছেন তিনি, তাও আবার নায়িকা রূপে। শর্মিষ্ঠার নতুন সিরিয়ালের নাম ‘আমি ডাকিনী’। ভৌতিক এবং রহস্যের মিশেলে হবে এই সিরিয়ালের গল্প। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রোমো।
আরো পড়ুন : স্বদেশে লাঞ্ছিত “বঙ্গবন্ধু”, অথচ ৭৭ বছর ধরে মুজিবের স্মৃতি আগলে রেখেছে কলকাতা
সেখানে দেখা গিয়েছে, স্বামীর পাশে শুয়ে নববিবাহিতা শর্মিষ্ঠা। হঠাৎ করেই দুঃস্বপ্ন দেখে উঠে বসেন তাঁর স্বামী। দুঃস্বপ্নে এক ভয়ঙ্কর প্রেতকে দেখতে পান তিনি। এদিকে শর্মিষ্ঠা যেই বলেন, ‘আমিই এই সিরিয়ালের নায়িকা’, তখনি হঠাৎ করেই ঘরে বেজে ওঠে রেকর্ড। প্রোমো দেখেই বোঝা যাচ্ছে ভৌতিক রেশ নিয়ে বেশ জমবে এই সিরিয়াল। বাঙালি মেয়ের চরিত্রেই শর্মিষ্ঠাকে দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। তবে এটি বাংলা নয়, হিন্দি সিরিয়াল। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে সিরিয়ালটি।