রাজ্য বাজেটে থাকতে পারে বিরাট চমক!

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী ১২ ফেব্রুয়ারী বিধানসভায় রাজ্য বাজেট (State Budget 2025-26) পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা ভোটের আগে রাজ্যের এই বাজেটে নজর থাকবে সকলের। নবান্ন (Nabanna) সূত্রে খবর, বাজেটে বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা করা হতে পারে। বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে কম-বেশি ৫০ হাজার নতুন নিয়োগের (Recruitment) ঘোষণা হতে পারে।

বিপুল নিয়োগে কপাল খুলবে কাদের? State Budget 2025-26

সূত্রের খবর, সর্বাধিক নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলিতে। আইসিডিএস এবং অঙ্গনওয়ারী প্রকল্পের অধীনে অঙ্গনওয়ারী কর্মী, সহকারী ও সুপারভাইজার পদে বিপুল নিয়োগের সম্ভাবনা। এছাড়া এসব কর্মীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

নিয়োগ হতে পারে শিক্ষাক্ষেত্রেও। বিভিন্ন সরকারি স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সন নিয়োগের সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি স্বাস্থ্য বিভাগেও নিয়োগের ঝুলি খুলতে পারে রাজ্য। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট ও মেডিক্যাল অফিসার পদে নিয়োগের সম্ভাবনা।

recruitment

আরও পড়ুন: রেডি রাখুন মোটা সোয়েটার! দক্ষিণবঙ্গে আরও চার ডিগ্রি নামবে তাপমাত্রা: আবহাওয়ার খবর

নিয়োগের সম্ভাবনা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পেও। গ্রামোন্নয়ন, পর্যটন, সংস্কৃতি সহ জল সরবরাহ, আইন দফতরেও নিয়োগের জোড়ালো সম্ভাবনা তৈরী হয়েছে। যার জেরে কর্মসংস্থান হতে পারে বহু মানুষের।কর্মসংস্থানের পাশাপাশি একাধিক দফতরে কর্মীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটে বড়সড় চমক দিতে পারে মমতা সরকার। সম্ভাবনা তেমনটাই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর