সব চিন্তা শেষ! এবার বাড়ি তৈরি নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কলকাতা পুরসভা, ‘সুখবর’ দিলেন মেয়র

বাংলা হান্ট ডেস্কঃ আর চিন্তা নেই। এবার স্বপ্নের বাড়ি করা হবে আরও সহজ। সিদ্ধান্ত হয়েছে এবার শহরে (Kolkata) এক কাঠার কম জমিতেও বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা। তবে এক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত। শুক্রবার কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) জানান, কত তলা বাড়ি করা যাবে তা নির্ভর করবে ভিতের উপর।

শহরে বাড়ি তৈরি আরও সহজ-Kolkata

শুক্রবার পুরসভার মেয়র পারিষদদের বৈঠকে স্বল্প মাপের জমিতে অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে মেয়র জানান, পুর এলাকায় ছোট জমির ক্ষেত্রে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার বিষয়ে বহুদিন ধরেই ভাবনাচিন্তা চলছিল। সেটাই বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

ফিরহাদ জানান, তিন কাঠা অবধি জমির ক্ষেত্রে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুড়সভা তরফে। ১৫ দিনের মধ্যে বিল্ডিংয়ের ‘প্ল্যান’ না-পেলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন মেয়র। একইসাথে সকলের উদ্দেশে মন্ত্রীর আবেদন, ‘‘আইনত ভাবে সমস্ত কিছু করুন।’’

পুরসভা সূত্রে খবর, শহরের ১০৪ নম্বর ওয়ার্ডে একটি ১০ ছটাক জমি অর্থাৎ আধ কাঠার মত জমিতে নূন্যতম টাকায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। তবে সবটাই যাতে আইন মেনে হয় সেই বিষয়ে সতর্ক করতে শোনা গিয়েছে মেয়রকে।

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ছিল মন্ত্রিসভার বৈঠকে পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেলার প্রবণতা রুখতে নতুন বিল আনার কথা শোনা গিয়েছিল। শুক্রবার মেয়র হাকিম বলেন, ‘‘যত্রতত্র পানের পিক ফেলা যাবে না। শহরকে পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।’’

Firhad Hakim

আরও পড়ুন: রেডি রাখুন মোটা সোয়েটার! দক্ষিণবঙ্গে আরও চার ডিগ্রি নামবে তাপমাত্রা: আবহাওয়ার খবর

ইতিমধ্যেই নগরীর বিভিন্ন প্রান্তে ‘পানের পিক না ফেলার’ জন্য আবেদন জানিয়ে বাংলায় বোর্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজিতেও বোর্ড দেওয়া হবে বলে এদিন বৈঠক থেকে বললেন মেয়র।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর