এক ম্যাচে একাই ১১ টি গোল! ফুটবল দুনিয়াকে চমকে দিল মেসি-পুত্র

বাংলা হান্ট ডেস্ক: লিওনেল মেসিকে (Lionel Messi) বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত করা হয়। সমগ্র বিশ্বজুড়েই তাঁর অসংখ্য অনুরাগী রয়েছেন। তবে, এবার ফুটবল অনুরাগীদের নজর কেড়ে নিল মেসির ছেলে থিয়াগো মেসি। জানিয়ে রাখি যে, মাত্র ১২ বছর বয়সী থিয়াগোর একটি ম্যাচে একাই ১১ টি গোল করে সবাইকে চমকে দিয়েছেন।

সবাইকে চমকে দিল মেসির (Lionel Messi) পুত্র:

এক ম্যাচে ১১ টি গোল মেসির ছেলের: লিওনেল মেসি (Lionel Messi) তাঁর খেলা দিয়ে ফুটবল বিশ্বে একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন। এখন তাঁর পুত্র থিয়াগোও খেল দেখাতে শুরু করেছে। অনূর্ধ্ব-১৩ এমএলএস কাপের একটি ম্যাচে থিয়াগো একাই ১১ টি গোল করে।

Lionel Messi son scored 11 goals alone in 1 match.

ওই ম্যাচের প্রথমার্ধে ৫ টি গোল করে থিয়াগো। অপরদিকে, দ্বিতীয়ার্ধে সে জোড়া হ্যাটট্রিক করে। আর এইভাবেই সে অনূর্ধ্ব-১৩ এমএলএস কাপে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে তার দল ইন্টার মিয়ামির হয়ে গোলের ঝড় তোলে। প্রথমার্ধের ১২, ২৭, ৩০, ৩৫ এবং ৪৪ মিনিটে থিয়াগো গোল করে। এরপর ৫১, ৫৭, ৬৭, ৭৬, ৮৭ ও ৮৯ মিনিটেও সে গোল করে।

আরও পড়ুন: দিল্লিতে পদ্ম-ঝড়! এই ৭ কারণেই বিজেপির কাছে ধরাশায়ী কেজরিওয়ালের আপ

এককভাবেই তিনি দলের জয় এনে দেন: অনূর্ধ্ব-১৩ এমএলএস টুর্নামেন্টে, মেসির (Lionel Messi) ছেলের জাদুতে তার দল সহজেই জিতে যায়। প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেডের কোনো খেলোয়াড়ই মেসির পুত্রের সামনে দাঁড়াতে পারেনি।

আরও পড়ুন: কোহলি-রোহিত নয়! চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের “তুরুপের তাস” হবেন এই প্লেয়ার, চমকে দেবে নাম

এদিকে, থিয়াগো ছাড়াও তার সতীর্থ দিয়েগো লুনা জুনিয়র একটি গোল করে। কিন্তু আটলান্টা ইউনাইটেডের কোনও খেলোয়াড় একটি গোলও করতে পারেননি। থিয়াগোর দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে, আটলান্টা ইউনাইটেড শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর