বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় (Serial) চলতে থাকা শুটিং বিতর্ক নিয়ে আলোচনা অব্যাহত। সিনেমা, সিরিজ, সিরিয়াল (Serial) মিলিয়ে তিন তিনজন পরিচালকের কাজ আটকে দেওয়ায় স্টুডিও পাড়ায় তীব্র ক্ষোভ জন্ম নেয়, তা বদলে যায় বিতর্কে। এমনকি বৃহস্পতিবার রাতে ডিরেক্টরস গিল্ড মিটিং ডাকলেও তা ফলপ্রসূ হয়নি। জট খোলার বদলে আরো পাকিয়ে যায়।
কাটল টেলিপাড়ার (Serial) শুটিং জট
কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়, এই তিন পরিচালকের শুটিং কেন বন্ধ হয়েছিল তা জানতে ফেডারেশনের কাছে জবাব চেয়ে মিটিং ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, পরিচালক শ্রীজিৎ রায় সহ আরো অনেকেই।
কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল: তবে এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, শুক্রবার থেকেই কর্মবিরতিতে যাবেন পরিচালকরা। তবে শুটিং (Serial) বন্ধ হোক তা পরিচালক সংগঠন চান না। তাই পরিচালকদের ছাড়া শুটিং করা গেলে তাই হোক। শুক্রবার সকাল থেকে অবশ্য কল টাইম অনুযায়ীই শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিলেন কলাকুশলীরা। বেশিরভাগ ধারাবাহিকের (Serial) শুটিং শুরু হয়েছিল। কিছু ফ্লোরে সহ পরিচালকদের নিয়ে শুটিং শুরু হয়। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এসে ফ্লোর পরিদর্শনও করে গিয়েছিলেন।
আরো পড়ুন : শুরুর আগেই বিরাট সিদ্ধান্ত চ্যানেলের, আমূল বদলে গেল জি এর আসন্ন মেগা!
কবে থেকে কাজ শুরু: শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হলেও শুক্রবার রাতেই ফের বৈঠকে বসেন পরিচালকরা। গভীর রাত পর্যন্ত চলে সেই মিটিং। সেখানেই তারপর সিদ্ধান্ত নেওয়া হয়, শনিবার থেকেই কর্মবিরতি (Serial) তুলে স্বাভাবিক নিয়মে কাজ শুরু হবে।
আরো পড়ুন : হুড়মুড়িয়ে চড়বে TRP! ফিরছে জনপ্রিয় জুটি, জলসা থেকে বাদ পড়ে জি এর টপার মেগায় এন্ট্রি নায়িকার!
উল্লেখ্য, এই বিতর্কের জেরে শ্রীজিৎ রায়ের আসন্ন সিরিয়ালের শুট থমকে গিয়েছিল। জি বাংলায় তাঁর নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা ছিল। শোনা গিয়েছিল, রুবেল দাস এবং নবাগতা মধুরিমা চক্রবর্তীকে দেখা যাবে এই নতুন সিরিয়ালে। তবে শুটিং আটকে যাওয়ায় মেগার ভবিষ্যৎ নিয়ে চিন্তা দেখা গিয়েছিল। শেষমেষ আগামী সোমবার থেকেই এই সিরিয়ালের শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।