বাংলাহান্ট ডেস্ক : আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির (Gautam Adani) পুত্র জিৎ আদানির বিয়ে নিয়ে চর্চা চলছিল বেশ কয়েক মাস ধরেই। তবে গত মাসে মহাকুম্ভ মেলায় গিয়ে গৌতম জানিয়েছিলেন, জাঁকজমকপূর্ণভাবে নয়, অনারম্বর ভাবেই আয়োজন করা হবে পুত্রের বিয়ের অনুষ্ঠান। বাস্তবেও দেখা গেল সেটাই।
ছেলের বিয়েতে গৌতম আদানির (Gautam Adani) অনুদান
তবে সব থেকে বড় কথা, পুত্রের বিয়ে উপলক্ষে ১০ হাজার কোটি টাকার অনুদান দিলেন গৌতম আদানি (Gautam Adani)। প্রয়াগরাজে আয়োজিত হয়েছে মহাকুম্ভ। মহাকুম্ভ উপলক্ষে ইসকনের সাথে মিলিতভাবে ৪৫ দিন মহা প্রসাদের আয়োজন করেছে আদানি গ্রুপ। আদানি কর্ণধারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গৌতম নিজে সেবাকেই পরম ধর্ম বলে মনে করেন।
আরোও পড়ুন : ‘বন্ধু’ কেজরির মুখ থুবড়ে পড়ায় বিরাট চাপ বাড়ল মমতার! নেপথ্যের কারণ জানলে অবাক হবেন
সেই পথেই এগিয়ে যেতে চান তিনি। গৌতম পুত্র জিতের বিয়ে নিয়ে উৎসাহ কম ছিল না সাধারণ মানুষের মনে। ভারতের অন্যতম ধনকুবেরের পুত্রের বিয়ে কেমন হবে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল একাধিক খবর। তবে মহাকুম্ভে গিয়ে গৌতম আদানি স্বয়ং বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন।
তিনি জানান, “আমরা সাধারণ মানুষের মতো। মা গঙ্গার আশীর্বাদ নিতে জিৎ মহাকুম্ভে এসেছে। পরম্পরা মেনে এবং সাধারণভাবে তার বিয়ে হবে।” নিজের কথা রেখে পুত্রের বিয়ের উপলক্ষে ১০ হাজার কোটি টাকা সমাজ কল্যাণে দান করলেন গৌতম। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন থেকে শিক্ষা, সমাজের একাধিক কল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে গৌতমের অনুদান।
আরোও পড়ুন : প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রের কাছেই পরাজিত! কেজরিওয়ালকে হারানো পরবেশের পরিচয় চমকে দেবে
আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে উন্নততর চিকিৎসা পরিষেবা দিতেও বদ্ধপরিকর গৌতম আদানি (Gautam Adani)। ছেলের বিয়ের দুই দিন আগে গৌতম (Gautam Adani) জানান, ‘মঙ্গল সেবা’-র মাধ্যমে প্রতি বছর সদ্য বিবাহিত বিশেষভাবে সক্ষম মহিলাদের হাতে তুলে দেওয়া হবে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য।
হিরে ব্যবসায়ী জইমিন শাহর কন্যা দিবার সাথে আহমেদাবাদের বেলভেদেরে ক্লাবে শুক্রবার শুভ বিবাহ সম্পন্ন হয় জিতের। গৌতম আদানির পুত্রের বিয়েতে দেখা যায়নি কোনো বলিউড তারকা বা খ্যাতনামা ব্যক্তিত্বকে। সূত্রের খবর, আদানি পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বিয়ের অনুষ্ঠান।