বাংলাহান্ট ডেস্ক : দিল্লির বিধানসভা নির্বাচনের পর মিল্কিপুর উপ নির্বাচনেও চমকের পর চমক। গত বছরই অযোধ্যায় বিজেপির (BJP) হার ভারতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। ৬ মাসও কাটতে পারল না। মিল্কিপুর বিধানসভা উপ নির্বাচনে বিরাট ব্যবধানে জয়ী হয়ে সমাজবাদী পার্টিকে ধূলিসাৎ করল গেরুয়া শিবির।
মিল্কিপুরে সম্মান রক্ষার লড়াই বিজেপি-সপার (BJP)
২০২৪ এর লোকসভা নির্বাচনে ফৈজাবাদে হারতে হয়েছিল বিজেপিকে (BJP)। ওই লোকসভা কেন্দ্রের অধীনেই পড়ে অযোধ্যা। এদিকে নির্বাচনের আগে ঘটা করে রামমন্দিরের উদ্বোধন করেও আসন ধরে রাখতে পারেনি বিজেপি। বিজেপির (BJP) লাল্লু সিংকে হারিয়ে সাংসদ হয়েছিলেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। উল্লেখ্য, তার আগে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিল্কিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।
মিল্কিপুর ছিল পাখির চোখ: সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছাড়তে হয়েছিল অবধেশ প্রসাদকে। ফলত মিল্কিপুরে উপ নির্বাচনের প্রয়োজন হয়। আর তখনই অযোধ্যার হারের বদলা নিতে এই কেন্দ্রকেই নিশানা করে বিজেপি (BJP)। একদিকে যোগী আদিত্যনাথের বদলা, অন্যদিকে অখিলেশ যাদবের সম্মান রক্ষার লড়াই, হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে ওঠে মিল্কিপুর। সপার তরফে প্রার্থী হন সাংসদ অবধেশ প্রসাদেরই ছেলে অজিতেশ প্রসাদ।
আরো পড়ুন : “মোদী ৩.০”-তেই রাজধানীতে পালাবদল! দিল্লি জয় করে আপ্লুত নমো, দিলেন বিশেষ “গ্যারান্টি”
ঢালাও প্রচার করেছে দুই পক্ষ: এই উপ নির্বাচনের জন্য কার্যত জান লড়িয়ে দিয়েছিলেন দুই পক্ষই। এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (BJP) নিজে একাধিক বার এসেছিলেন প্রচারে। শেষমেষ খাটনি সফল হয় তাঁর। বিজেপি প্রার্থী চন্দ্রভানু পাসওয়ান প্রায় ৬০ হাজার ভোটে জিতেছেন। নিজের পুরনো কেন্দ্রেই গোহারা হারলেন অবধেশ পুত্র অজিতেশ।
আরো পড়ুন : হাতে সিনেমা-সিরিজের কাজ নেই, ২ বছর পর সিরিয়ালে ফিরছেন জলসার নায়িকা!
এই জোরদার টক্করের পর ফলাফল দেখে অনেকেই প্রশ্ন করেছেন, লোকসভা নির্বাচনে অবধেশের জয়ের নেপথ্যে কোনো ‘অঘটন’ নেই তো? ছয় মাসের ব্যবধানে নিজের কেন্দ্র থেকেই ছেলেকে জেতাতে ব্যর্থ হলেন তিনি। যদিও সপার দাবি, অসদুপায় অবলম্বন করে, ভোটারদের ভয় দেখিয়ে জিতেছে বিজেপি!