বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালের (Serial) জনপ্রিয় নায়িকাদের তালিকা বেশ লম্বা। পুরনো অভিনেত্রীদের পাশাপাশি অনেক নবাগতা অভিনেত্রীরাও যোগ দিচ্ছেন অভিনয়ে। বর্তমানে মডেলিং জগতের চেনা পরিচিত মুখদের সিরিয়ালে (Serial) ডেবিউ করতে দেখা যাচ্ছে। বেশ ভালো টিআরপিও তুলছে তাঁদের অভিনীত সিরিয়াল।
শেষের মুখে জনপ্রিয় ধারাবাহিক (Serial)
এই মুহূর্তে জি বাংলা, স্টার জলসা এবং অন্যান্য চ্যানেল মিলিয়ে একগুচ্ছ সিরিয়াল (Serial) সম্প্রচারিত হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকটি ধারাবাহিক শেষের মুখেও এসে ঠেকেছে। একদিকে যেমন নতুন সিরিয়াল শুরু হচ্ছে, অন্যদিকে তেমনি একাধিক পুরনো সিরিয়ালের (Serial) গল্পে ইতি টানা হচ্ছে। জি বাংলার একটি জনপ্রিয় সিরিয়ালও খুব শীঘ্রই শেষ হতে চলেছে বলে খবর।
মন খারাপ দর্শকদের: একসময় অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল (Serial) ছিল এটি। দীর্ঘদিন বাংলা সেরার তকমাও দখল করে রেখেছিল ধারাবাহিকটি। কিন্তু বর্তমানে সেসবই অস্তগত। স্লট বদল হতেই দুঃসময় শুরু হয় সিরিয়ালটির (Serial)। আর শোনা যাচ্ছে, এই কম টিআরপির কারণেই নাকি শেষ হতে বসেছে ধারাবাহিকটি। তবে মেগার নায়িকাকে আর পর্দায় দেখা যাবে না ভেবেই মন খারাপ ভক্তদের।
আরো পড়ুন : দিল্লি দখলের দিনেই অযোধ্যায় হারের বদলা নিল বিজেপি! প্রেস্টিজ ফাইটে বাজিমাত পদ্ম শিবিরের
সিরিয়ালের জনপ্রিয় নায়িকা তিনি: কথা হচ্ছে, জি বাংলার জনপ্রিয় মেগা (Serial) ‘নিম ফুলের মধু’র বিষয়ে। গুঞ্জন বলছে, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে সিরিয়ালটি। গল্প ফুরিয়ে এসেছে নিম ফুলের। তবে অভিনেত্রী পল্লবী শর্মাকে আর বর্ণনা হিসেবে দেখা যাবে না ভেবেই বিমর্ষ দর্শকরা। দীর্ঘদিন স্টার জলসায় অভিনয় করার পর নিম ফুলের মধুর (Serial) হাত ধরেই জি বাংলায় পা রেখেছিলেন তিনি। ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিনি।
আরো পড়ুন : “মোদী ৩.০”-তেই রাজধানীতে পালাবদল! দিল্লি জয় করে আপ্লুত নমো, দিলেন বিশেষ “গ্যারান্টি”
এর আগে ‘কে আপন কে পর’ সিরিয়ালে দেখা গিয়েছিল পল্লবীকে। ব্যাপক জনপ্রিয় হয়েছিল ওই ধারাবাহিকটিও। গুঞ্জন বলে, পল্লবী যে সিরিয়ালেই যোগ দেন সেটাই টিআরপি টপার হয়। এমন অভিনেত্রীর পারিশ্রমিকও যে চড়া হবে তা বলার অপেক্ষা রাখে না। শোনা যায়, কে আপন কে পর সিরিয়ালের শুরুতে তিনি মাত্র ২০ হাজার টাকা পেতেন। কিন্তু বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক ১ লক্ষ ৭০ হাজার টাকায়। বর্তমানে বাংলা টেলি নায়িকাদের মধ্যে পারিশ্রমিকের দিক দিয়ে পল্লবী প্রথম দিকেই রয়েছেন বলে খবর।