বাংলা হান্ট ডেস্ক: আজ ভরপুর শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। উইকেন্ডে জমিয়ে শীতের ফিল। তবে ছন্দপতন হবে খুব শীঘ্রই। আবহাওয়া অফিসের আপডেট মঙ্গলবার থেকেই রাজ্যে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সোমবার থেকেই ফের পারদ চড়তে পারে। নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট। (West Bengal Weather Update)
গত দু’দিনে হুড়মুড়িয়ে তাপমাত্রা নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আগামীকাল থেকে বদলে যাবে পরিস্থিতি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে। তার সাথেই কলকাতা থেকে উধাও হবে শীত।
এবারে শীত সেভাবে পড়তেই পারেনি দক্ষিণবঙ্গে। শীতের পথে বাধা হয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। তবে বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় উত্তরে হিমালয় থেকে শীতল হাওয়া রাজ্যে ঢুকছে। আর পারদ পতন হয়েছে। তবে নতুন সপ্তাহ থেকেই সমানে তাপমাত্রা বাড়তে শুরু করবে। শীতের আমেজ কার্যত উধাও হবে।
আগামী তিনদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের সব জায়গায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আরও পড়ুন: তলানিতে TRP, জি এর কাছে “হেরে ভূত”, নতুন মেগার আগমনে কোপ জলসার দুটি সিরিয়ালে!
উত্তরে (North Bengal Weather) অবশ্য বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আজ আগামী বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পং জেলায়। সোমবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ অধিকাংশ জেলায় কুয়াশার প্রভাব থাকবে।