বাংলাহান্ট ডেস্ক : শেখ হাসিনার আসন নড়ে যাওয়ার পরেই রাজনৈতিক পালাবদল ঘটে বাংলাদেশে (Bangladesh)। আর তারপর থেকেই সংখ্যালঘুদের জন্য যেন টিকে থাকা দায় হয়ে উঠেছে ওপার বাংলায়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রমাগত হিন্দু নিপীড়নের অভিযোগ উঠেছে বাংলাদেশে (Bangladesh)। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি, দোকানপাট। হামলা হয়েছে হিন্দু মন্দিরেও। অথচ এদিকে নয়াদিল্লি আশ্চর্যজনক ভাবে চুপ।
বাংলাদেশ (Bangladesh) নিয়ে মন্তব্য ভারতের বিদেশ মন্ত্রকের
বাংলাদেশে (Bangladesh) হিন্দু নির্যাতন নিয়ে কী অবস্থান দিল্লির, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনায় কী পদক্ষেপ নেবে কেন্দ্র, এর উত্তরের অপেক্ষায় ছিল গোটা দেশে। পাশাপাশি বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘুরাও ভারতের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। এমতাবস্থায় শুক্রবার সংসদে কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত ভাবে বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়। বিগত দু মাসে ওই দেশে হিন্দুদের উপরে নির্যাতনের ঘটনা প্রসঙ্গে জবাব চাওয়া হয় দিল্লির কাছে।
কী জানান বিদেশমন্ত্রী: উত্তরে লিখিত ভাবে একটি পরিসংখ্যান তুলে ধরেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। সেখানে তিনি জানান, বিগত দুমাসে অর্থাৎ ২০২৪ সালের ২৬ শে নভেম্বর থেকে ২০২৫ এর ২৫ শে জানুয়ারির মধ্যে বাংলাদেশের (Bangladesh) হিন্দুদের উপরে ৭৬ টি হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ওই পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অগাস্ট মাস থেকে বাংলাদেশে ২৩ জন হিন্দুর মৃত্যু হয়েছে এবং ১৫২ টি হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।
আরো পড়ুন : তলানিতে TRP, জি এর কাছে “হেরে ভূত”, নতুন মেগার আগমনে কোপ জলসার দুটি সিরিয়ালে!
কী বার্তা দিল ভারত: শুধু সংখ্যালঘুদের উপরে নির্যাতন নয়, ক্রমাগত ভারত বিদ্বেষের সুর তুলতেও দেখা যাচ্ছে বাংলাদেশকে (Bangladesh)। সম্প্রতি শেখ হাসিনার বার্তার পর ধানমন্ডিতে মুজিবের বাড়িতে হামলা নিয়েও ভারতকে কটাক্ষ শানিয়ে বার্তা দিয়েছিল বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছিল ইউনূস সরকার। তাঁর কাছে প্রতিবাদপত্র দেয় বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রক। এবার পালটা ঢাকাকে জবাব দিল নয়াদিল্লি। এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করল সাউথ ব্লক। বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক সম্পর্ক চায়, এমনটাই জানানো হয়েছে তাঁকে।
আরো পড়ুন : দিল্লি দখলের দিনেই অযোধ্যায় হারের বদলা নিল বিজেপি! প্রেস্টিজ ফাইটে বাজিমাত পদ্ম শিবিরের
পাশাপাশি তাঁকে এও বলা হয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ব্যক্তিগত। ভারতের সেখানে কোনো ভূমিকা নেই। ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে ভালো করার উদ্যোগী হলে বাংলাদেশও একই উদ্যোগ নেবে বলেই আশাবাদী ভারত।