অ্যাকাউন্টে ঢুকবে আরও ১ লক্ষ ৮০ হাজার টাকা! আবাস যোজনা নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ আবাস যোজনার (Awas Yojana) ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দীর্ঘদিন ধরে সরব ছিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। শেষমেশ গত ডিসেম্বর মাসে রাজ্যের কোষাগার থেকে উপভোক্তাদের বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এবার এই প্রকল্প নিয়েই বড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আবাস যোজনা (Awas Yojana) নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর!

বাংলা আবাস যোজনায় গত ডিসেম্বর মাসে উপভোক্তাদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে দিয়েছে রাজ্য। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর অনেকেই বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন। এই আবহে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে আবাস যোজনার গ্রাহকদের ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন শুভেন্দু।

এখানেই শেষ নয়! তৃণমূল আমলে যে সকল আবাস (Awas Yojana) গ্রাহকরা ১ লক্ষ ২০ হাজার টাকা করে পেয়েছেন, তাঁদের বকেয়া ১ লক্ষ ৮০ হাজার টাকাও দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেন রাজ্যের বিরোধী দলনেতা। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের একটি জনসভা থেকে এমনই আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ গার্হস্থ্য হিংসা মামলায় বড় খবর! শ্বশুরবাড়িকে টানা নিয়ে বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শুভেন্দু এদিন বলেন, ১ লক্ষ ২০ হাজার টাকায় বাড়ি হয় নাকি! রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আসলে ইতিমধ্যেই যারা আবাস যোজনার টাকা পেয়ে গিয়েছেন, তাঁদের আরও ১ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হবে। আর যারা এখনও অবধি ঘর পাননি, বিজেপি সরকারের তরফ থেকে তাঁদের ৩ লক্ষ টাকার ঘর দেওয়া হবে।

Suvendu Adhikari Awas Yojana

আবাস যোজনার পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। বিজেপি বিধায়ক দাবি করেন, আসন্ন রাজ্য বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানো হবে। ১০০০ টাকা থেকে বৃদ্ধি করে এই ভাতা ১৫০০ টাকা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে একধাক্কায় এই ভাতা ৩০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সম্প্রতি ‘দিল্লি দখল’ করেছে গেরুয়া শিবির। এবার লক্ষ্য বাংলা। ইতিমধ্যেই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। এবার আবাস যোজনা (Awas Yojana) থেকে লক্ষ্মীর ভাণ্ডার, একাধিক প্রকল্প নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর