বাংলাহান্ট ডেস্ক : বাংলা ধারাবাহিকের (Serial) ইতিহাস বেশ পুরনো। শুরুটা দূরদর্শনের মাধ্যমে হলেও ধীরে ধীরে বেড়েছে চ্যানেল সংখ্যা। দর্শকদের মনোরঞ্জনের জন্য ভিন্ন ভিন্ন ধরণের গল্পও নিয়ে এসেছে প্রযোজনা সংস্থা গুলি। বছরের পর বছর ধরে ছোটপর্দায় তৈরি হয়েছে অগুন্তি সিরিয়াল (Serial), অভিনয়ে পা রেখেছেন নতুন অভিনেতা অভিনেত্রীরা। অনেকে আবার হারিয়েও গিয়েছেন। কিন্তু কিছু কিছু সিরিয়াল (Serial) আজও মনে রয়ে গিয়েছে দর্শকদের।
বর্তমানে বদলে গিয়েছে সিরিয়ালের (Serial) ধরণ
বর্তমানে সিরিয়ালের (Serial) ধারা বদলেছে। আগের মতো আর বছরের পর বছর ধরে চলে না কোনো সিরিয়াল। পার্থক্যটা অনেকটাই স্পষ্ট। কিন্তু পুরনো বেশ কিছু ধারাবাহিক (Serial) গল্প এবং অভিনয়ের গুণে দর্শকদের মনে পাকাপাকি ভাবে রয়ে গিয়েছে। এখনো অনলাইনে দেখার সুযোগ হলে পুরনো সিরিয়ালগুলিরও টিআরপি বাড়ে চড়চড়িয়ে।
ফিরছে জনপ্রিয় জুটি: স্টার জলসার পর্দায় এমনি একটি সিরিয়াল (Serial) বেশ জনপ্রিয়তা পেয়েছিল এক দশক আগে। প্রায় ১২ বছর আগে সম্প্রচারিত হলেও সিরিয়ালটি (Serial) এতটাই জনপ্রিয় হয়েছিল যে তা আজও মনে রেখে দিয়েছেন অনেকেই। অবশেষে দর্শকদের মনের ইচ্ছা পূরণ করে আবারো টিভির পর্দায় ফিরতে চলেছেন বহুল জনপ্রিয় সিরিয়ালের (Serial) জুটি।
আরো পড়ুন : তলানিতে TRP, জি এর কাছে “হেরে ভূত”, নতুন মেগার আগমনে কোপ জলসার দুটি সিরিয়ালে!
বড় খবর জলসার দর্শকদের জন্য: ২০১৩ সালে স্টার জলসায় পথচলা শুরু করেছিল ‘তোমায় আমায় মিলে’। ঊষসী-নিখিলের জুটি খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছিল। পেশায় ময়রা নিখিল ছিল সাদাসিধে। কিন্তু স্পষ্টবাদী ঊষসীর স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার। স্বামী নিখিলকে সবসময় পাশে পেয়েছিল ঊষসী। দারুণ টিআরপিও তুলেছিল সিরিয়ালটি (Serial)। যিশু-নীলাঞ্জনার ব্লু ওয়াটার পিকচার্সের প্রযোজনায় সিরিয়ালটির সঙ্গে সদ্য সমাপ্ত ‘হরগৌরী পাইস হোটেল’এর বেশ মিল ছিল। এটিও ছিল একই প্রোডাকশনের।
আরো পড়ুন : অনেক হয়েছে! বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে এবার কড়া বার্তা ভারতের
হরগৌরী পাইস হোটেল শেষ হয়ে যাওয়ায় অনেকেই বেশ মন খারাপ করেছিলেন। তবে এবার এল ভালো খবর। আবারো ফিরছে ঊষসী নিখিল ওরফে রুশা চট্টোপাধ্যায় এবং ঋজু বিশ্বাসের জুটি। তবে নতুন সিরিয়াল (Serial) নয়, আবারো ফিরছে ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালটিই। ইদানিং পুরনো ধারাবাহিক নতুন করে সম্প্রচারের চল বাড়ছে। সেখানে দীর্ঘ ১২ বছর পর এই জনপ্রিয় জুটিকে ফিরে পেয়ে দর্শকরা যে খুশি হবেন তা বলার অপেক্ষা রাখে না।