হাওড়ার যাত্রীদের খুলল কপাল! এই রুটের বন্দে ভারতে এবার বড় চমক রেলের

বাংলাহান্ট ডেস্ক : ভারতের রেল (Indian Railways) যাত্রীদের কাছে ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে সেমি হাইস্পিড বন্দে ভারতে এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের একাধিক রাজ্যে অত্যাধুনিক হাই স্পিডের এই ট্রেন পরিষেবা দিচ্ছে যাত্রীদের। তবে এবার হাওড়ার যাত্রীদের জন্য বড় খবর নিয়ে এল রেল।

বড়সড় সিদ্ধান্ত ভারতীয় রেলের (Indian Railways)

কেন্দ্রীয় বাজেটের পরই হাওড়া থেকে চলা এই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে শোনা যাচ্ছে বড় আপডেট। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পাটনা ও বাংলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করে। ৮ কোচের বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে টিকিট দিতে হিমশিম খাচ্ছে রেল (Indian Railways) কর্তৃপক্ষ।

আরোও পড়ুন : পিএম কিষাণ নিয়ে বড় খবর! অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

এই আবহে যাত্রী চাহিদা সামাল দিতে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে (Indian Railways)। তবে প্রথম ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করবে পাটনা এবং লখনউ (গোমতি নগর) এর মধ্যে। জানা যাচ্ছে, নতুন একটি রেক ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পাটনায়।

আরোও পড়ুন : পালাবদলের পরেই শুরু অ্যাকশন! কোনও ফাইল যাতে “আড়াল” না হয় সেজন্য সতর্ক দিল্লির সচিবালয়

খুব শীঘ্রই পাটনা এবং লখনউ (গোমতি নগর) রুটে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু করবে রেল। ট্রায়াল রান সফল হলে শুরু হবে বাণিজ্যিক পরিষেবা। দ্বিতীয় ধাপে বাংলা ও বিহারের মধ্যে ১৬ বগির বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা দিতে শুরু করবে যাত্রীদের। যদিও বাণিজ্যিকভাবে পরিষেবা শুরুর আগে এই রুটেও করা হবে ট্রায়াল রান।

সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল আধিকারিকদের সাথে একটি বৈঠক করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই বৈঠকে বিহারের উপর দিয়ে চলা বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই দুই রুটেই যাত্রী চাহিদা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রেলকে। এই আবহে যাত্রীদের সুবিধার কথা ভেবে ৮টির বদলে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

Indian Railways Vande Bharat Express Howrahরেল আধিকারিকদের ধারণা, ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্র্যাকে নামলে কিছুটা হলেও সামাল দেওয়া যাবে যাত্রী চাহিদা। সূত্রের খবর, পাটনা-হাওড়া এবং পাটনা-লখনউ (গোমতি নগর) রুটে বাণিজ্যিকভাবে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হলে, ৮ কোচের বন্দে ভারত এক্সপ্রেসের বগিগুলিকে পাঠিয়ে দেওয়া হবে চেন্নাই ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর